পাকিস্তানের সাবেক ফার্স্ট ক্লাস ক্রিকেটার ও আইসিসির এলিট প্যানেল আম্পায়ার আসাদ রাউফ আর নেই। বুধবার লাহোরে ৬৬ বছর বয়সে তিনি হার্ট অ্যাটাকে মারা যান।
১৯৯৮ সালে রাউফ ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেন। ২০০০ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন। এর ৪ বছর পর আইসিসির ওয়ানডে প্যানেলে যোগ দেন।
২০০৫ সালে প্রথম টেস্ট ম্যাচে আম্পায়ারিং করেন রাউফ। পরের বছর আইসিসি তাকে এলিট প্যানেলের অন্তর্ভুক্ত করে। ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা এলিট প্যানেলের সদস্য ছিলেন তিনি।
এ সময় ৬৪টি টেস্ট ম্যাচের ৪৯টিতে অন-ফিল্ড আম্পায়ার, ১৩৯টি ওয়ানডে ও ২৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি।
২০১৩ সালে আইপিএলে ম্যাচ ফিক্সিং স্ক্যান্ডালে তার নাম এলে রাউফের আম্পায়ারিং ক্যারিয়ার শেষ হয়ে যায়।
আম্পায়ার হিসেবে ক্যারিয়ার শুরুর আগে ফার্স্ট ক্লাস ক্রিকেটে মিডল অর্ডার ব্যাটার হিসেবে ৭১টি ফার্স্ট ক্লাস ম্যাচ ও ৪০টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন তিনি।
তার মৃত্যুতে শোক জানিয়েছে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা এক টুইট বার্তায় লেখেন, ‘আসাদ রাউফের মৃত্যুতে শোকাহত। তিনি শুধু ভালো আম্পায়ারই ছিলেন না, তার রসবোধ ছিল অসাধারণ। আমাকে সব সময় হাসাতেন এবং তার কথা মনে হলেই আমার মুখে হাসি চলে আসে। তার পরিবারের জন্য রইল সমবেদনা।’