টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অনেক হিসাবের পর কবুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের দল থেকে পারফরম্যান্সের হিসেবে বাদ দেয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়কে।
চমক হিসেবে দলে নেয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। এরপরই শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত শান্ত খেলেছেন মাত্র ৯টি ম্যাচ। ৯ ম্যাচে ১৮.৫০ গড় ও ১০৪.২২ স্ট্রাইক রেটে ১৪৮ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। সবশেষ জিম্বাবুয়ে সফরে ৩ ম্যাচে ব্যাটিং করেন তিনি। কিন্তু একটি ম্যাচেও সুযোগ কাজে লাগাতে পারেননি সেভাবে।
জিম্বাবুয়ে সিরিজের আর এশিয়া কাপের মিশনে দলে রাখা হয়নি বাঁহাতি এই টপ অর্ডারকে। ফলে ধারণা করা হচ্ছিল হয়তো টি-টোয়েন্টির পরিকল্পনার বাইরে রয়েছেন তিনি। কিন্তু বুধবারের ঘোষিত দলে সবাইকে চমকে দিয়ে ডাক পান তিনি।
হুট করে কেন বাদ দেয়া হল তাকে, আবার কেন বিশ্বকপের দলে ফেরানো হল এমন প্রশ্নের উত্তরে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন বিপিএলের পাফরম্যান্সের কারণে শান্ত জায়গা পেয়েছেন বিশ্বকাপের দলে।
তিনি বলেন, ‘বিপিএলে যে কয়টা সেঞ্চুরি আছে লোকাল প্লেয়ারদের, বেশিরভাগ শান্তরই করা। সেই হিসেবে যদি চিন্তাভাবনা করেন, তাহলে শান্তর ঘরোয়া রেকর্ড খুব খারাপ নয়।
‘আন্তর্জাতিকে তো টি-টোয়েন্টিতে আমরা সবাই স্ট্রাগল করছি। টিম ম্যানেজম্যান্টের একটা মতামত আছে। নির্বাচকদের একটা মতামত। সবার সম্মতিতে ওকে নেওয়া।’
বিপিএলে ৫৬ ম্যাচে ৫২ ইনিংস ব্যাট করে শান্ত রান করেন ১ হাজার ২১। যেখানে তার গড় ২২.১৯ ও স্ট্রাইক রেট ১১৫.৪৯। আছে একটি সেঞ্চুরিও। এই পারফরম্যান্সের সুবাদে বিশ্বকাপ দলে জায়গা করে নিলেন বাঁহাতি এই ব্যাটার।