বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফরিদ ও আসিফকে শাস্তি দিল আইসিসি

  •    
  • ৯ সেপ্টেম্বর, ২০২২ ১৫:৪৬

মাঠে মেজাজ হারিয়ে অপ্রীতিকর অবস্থা সৃষ্টির কারণে দুই ক্রিকেটারকে জরিমানা করেছে আইসিসি। শাস্তি হিসেবে দুই ক্রিকেটারের ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেয়া হবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

এশিয়া কাপে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ চলাকালীন পাকিস্তানি ব্যাটার আসিফ আলিকে আউট করেন আফগান পেইসার ফরিদ আহমেদ। তার আউটের পর ওই সময় মাঠেই কিছু একটা বলেন ফরিদ। তখন মেজাজ হারিয়ে আসিফ ব্যাট দিয়ে মারতে যান ফরিদকে।

এর পরই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল দুই দেশের ক্রিকেটাঙ্গন।

মাঠে মেজাজ হারিয়ে অপ্রীতিকর অবস্থা সৃষ্টির কারণে দুই ক্রিকেটারকে জরিমানা করেছে আইসিসি। শাস্তি হিসেবে দুই ক্রিকেটারের ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

পাশাপাশি দুজনের আচরণবিধিতে ১ ডিমেরিট পয়েন্ট যোগ করারও সিদ্ধান্ত নেয়া হয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইসিসির খেলোয়াড় আচরণবিধির ২.৬ ধারা লঙ্ঘন করেছেন আসিফ আলি। আর ফরিদ আহমেদ ভেঙেছেন ২.১.১২ ধারা। শাস্তির পাশাপাশি দুই ক্রিকেটারকে সতর্কও করে দেয়া হয়েছে।’

ক্রিকেটারদের মধ্যকার সেই উত্তেজনা ছড়িয়ে গিয়েছিল গ্যালারিতে থাকা দর্শকদের ভেতরও। শেষ পর্যন্ত পাকিস্তান নাটকীয় জয় পেলে মেনে নিতে পারেননি আফগানিস্তানের সমর্থকরা। ফলে মাঠেই শুরু হয় দুই দলের সমর্থকদের মারামারি।

এ বিভাগের আরো খবর