বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যাটারদের আরও স্বাধীনতা দিতে চান সুজন

  •    
  • ৭ সেপ্টেম্বর, ২০২২ ২০:০৪

বারবার নির্ভয়ে ক্রিকেট খেলার কথা বলা হলেও হাত খুলে সাহসী ক্রিকেট খেলা হয়ে ওঠে না ব্যাটারদের পক্ষে। অল্পতেই সাজঘরে ফেরার প্রবণতা যেন কাটিয়েই উঠতে পারছেন না ব্যাটাররা।

টি-টোয়েন্টি ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্স খুবই শোচনীয় সেটি বলারই অপেক্ষা রাখে না। ব্যর্থতার বেড়াজাল ছিড়ে বের হওয়া সম্ভব হচ্ছে না জাতীয় দলের ক্রিকেটারদের।

সবচেয়ে বেহাল দশা ব্যাটিং ইউনিটের। কোন একটি ম্যাচে দৈবচক্রে ভালো করলেও বাকি ম্যাচগুলোতে ব্যাটিং বিপর্যয় সঙ্গী হয় বাংলাদেশের। অনেক সময় দুই অঙ্কের রান করতেও খাবি খেতে হয় টপ অর্ডারদের। ১১ ব্যাটারের ভেতর কেবল এক দুইজনের পক্ষে দুই অঙ্কের রান ছোঁয়া সম্ভব হয়েছে এমন নজিরের হরহামেশাই দেখা মেলে।

বারবার ভয়হীন ক্রিকেট খেলার কথা বলা হলেও হাত খুলে সাহসী ক্রিকেট খেলা হয়ে ওঠে না ব্যাটারদের পক্ষে। অল্পতেই সাজঘরে ফেরার প্রবণতা যেন কাটিয়েই উঠতে পারছেন না ব্যাটাররা।

এশিয়া কাপে ব্যর্থতার মিশন শেষ করে এখন টাইগারদের সামনে লক্ষ্যে ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই দুই টুর্নামেন্টে এখনকার চেয়েও আরও বেশি স্বাধীনতা ব্যাটারদের দিতে চান জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এমনটাই জানান তিনি।

সুজন বলেন, আমি চাই ব্যাটাররা সাহসিকতা নিয়ে খেলুক। এই ফরম্যাটের জন্য স্বাধীনতা নিয়ে আগ্রাসী ক্রিকেটটাই খেলতে চাই আমরা।’

তিনি আরও বলেন, ‘আর এমনভাবে খেলার সময় প্রথম বলে আউট হতেই পারে ব্যাটার, যদিও সেটার কোন সমস্যা দেখছি না আমি। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ১-২টা ম্যাচ নাও জিততে পারি আমরা।’

ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ১২ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করবে টাইগাররা। তিন দিনের অনুশীলন শেষে বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করবে বোর্ড। এরপর সব কিছু ঠিক থাকলে ২৪ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে জাতীয় দল।

এ বিভাগের আরো খবর