গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে শেষ হাসি হেসেছিল ভারত। প্রতিশোধ নিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে পরাজয়ের। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে আবারও মুখোমুখি দুই দল। প্রতিশোধের এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি।
হাইভোল্টেজ এই ম্যাচে ভারতের সামনে লক্ষ্য জয়ের ধারা ধরে রাখা, আর পাকিস্তানের টার্গেট থাকছে প্রথম হারের প্রতিশোধ নেয়া।
বিগ ম্যাচের আগে দুই দলেই হানা দিয়েছে ইনজুরি। হাঁটুর ইনজুরি এশিয়া কাপ থেকে ছিটকে দিয়েছে ভারতের অলরাউন্ডার রভিন্দ্র জাদেজাকে। পাকিস্তান এ ম্যাচে পাচ্ছে না শাহনেওয়াজ দাহানিকে।
সুপার ফোরের এই ম্যাচে এক পরিবর্তন এসেছে পাকিস্তান শিবিরে। অপরদিকে তিন পরিবর্তন এসেছে ভারত শিবিরে।
জাদেজা, দিনেশ কার্তিক ও আভিশ খানকে রাখা হয়নি একাদশে। এই তিনজনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়া, রভি বিষ্ণই ও দিপক হুদা। আর দাহানির পরিবর্তে পাকিস্তান একাদশে জায়গা হয়েছে মোহাম্মদ হাসনাইনের।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, ভিরাট কোহলি, সুরিয়াকুমার ইয়দভ, রিশাভ পান্ট, দিপক হুদা, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রভি বিষ্ণই, আর্শদিপ সিং ও ইউজভেন্দ্র চাহাল।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।