গত মৌসুমটা ভালো কাটেনি আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি ও পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালডোর। চোট আর অফ ফর্মের কারণে মনোনয়ন থেকে বাদ পড়েছেন নেইমারও। ইউয়েফার ২০২১-২২ বর্ষসেরার তালিকার দৌঁড়ে এবার এগিয়ে ছিলেন কারিম বেনজেমা, থিবোঁ কোতোয়া আর কেভিন ডি ব্রুইনা।
ম্যানচেস্টার সিটির ডি ব্রুইনা ও রিয়াল মাদ্রিদের সতীর্থ গোলকিপার থিবোঁ কোতোয়াকে ছাপিয়ে ট্রফি জয়ে ফেভারিট ছিলেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা। তিন ফুটবলারের লড়াইয়ে এবার বর্ষসেরা হলেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ এ স্কোরার।সেই সঙ্গে বর্ষসেরা কোচ হয়েছেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি। তুরকিয়ের শহর ইস্তাম্বুলে বৃহস্পতিবার ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে ইউরোপ সেরা খেলোয়াড় ও কোচের নাম ঘোষণা করা হয়।
গত বছর দুই প্রধান টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। ২৭ গোল করে বেনজেমা জেতেন লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি। আর গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ১২ ম্যাচ খেলে গোল করেন ১৫টি।
এছাড়া এবারের বর্ষসেরা কোচ আনচেলত্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা ও লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ।
সেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন স্পেন ও বার্সেলোনার তারকা আলেক্সিয়া পুতেয়াস।