বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আমিরাতকে হারিয়ে এশিয়া কাপে হংকং

  •    
  • ২৫ আগস্ট, ২০২২ ১৪:৩০

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ৩১ আগস্ট ভারতের মুখোমুখি হবে হংকং। ২ সেপ্টেম্বর শারজায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে দলটি।

সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপের মূল আসরে ষষ্ঠ দল হিসেবে যায়গা করে নিয়েছে হংকং। গ্রুপ এ-তে ভারত ও পাকিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি।

টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ২৩ নম্বরে থাকা হংকংয়ের সঙ্গে বাছাইপর্বে অংশ নেয় কুয়েত, সিঙ্গাপুর ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ৩ ম্যাচের সবকটি জিতে পূর্ণ ৯ পয়েন্ট পেয়ে মূলপর্বে খেলবে হংকং।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ৩১ আগস্ট ভারতের মুখোমুখি হবে হংকং। ২ সেপ্টেম্বর শারজায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে দলটি।

ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাত। ব্যাট হাতে ১৯.৩ ওভারে ১৪৭ রান করে অলআউট হয় স্বাগতিকরা।

আমিরাতের অধিনায়ক সি.পি রিজওয়ান ৪৯ ও জাওয়ার ফরিদ ২৭ বলে ৪১ রানের ইনিংস খেলেন। এ ছাড়া বাকিদের কেউই দুই অঙ্কের রান করতে পারেননি।

হংকংয়ের পক্ষে ইহসান খান ২৪ রান খরচায় ৪ উইকেট তুলে নেন। আইউশ শুক্লা নেন ৩টি উইকেট। এ ছাড়া আইজাজ খান ২টি ও ইয়াসিম মার্তুজা ১টি উইকেট শিকার করেন।

রান তাড়া করতে নেমে হংকং ওপেনিং জুটিতে রেকর্ড ৮৫ রান করেন অধিনায়ক নিজাকত খান ও ইয়াসিম মুর্তজা। ৩৯ রান করে নিজাকত আউট হলে বেশি সময় টিকতে পারেনি ইয়াসিম। ফিফিটি করে ইয়াসিম আউট হন ৫৮ রানে।

পরে বাবর হায়াতের ২৬ বলে ৩৮ রানের অপরাজিত দারুণ ইনিংসে ভর করে ৮ উইকেটের বড় জায় পায় হংকং।

এ বিভাগের আরো খবর