বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউয়েফার কাছ থেকে বাস উপহার পেল বাফুফে

  •    
  • ২৫ আগস্ট, ২০২২ ১২:৩৬

মতিঝিলে বাফুফে ভবনে বুধবার বাসটি গ্রহণ করেন ফিফা কাউন্সিল মেম্বার এবং বাফুফে ও এএফসি সদস্য মাহফুজা আক্তার কিরণ। পরে ফিতা কেটে ফিফা কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ পুরুষ ও নারী ফুটবলাররা প্রবেশ করেন বাসটিতে।

বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের মাঠে যাতায়াতের জন্য উন্নতমানের একটি বাস উপহার দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুকূলে ইউয়েফার অবকাঠামো সহায়তা প্রকল্প ২০২১-২২-এর আওতায় বাসটি উপহার হিসেবে দেয়া হয়েছে।

মতিঝিলে বাফুফে ভবনে বুধবার বাসটি গ্রহণ করেন ফিফা কাউন্সিল মেম্বার এবং বাফুফে ও এএফসি সদস্য মাহফুজা আক্তার কিরণ। পরে ফিতা কেটে ফিফা কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ পুরুষ ও নারী ফুটবলাররা প্রবেশ করেন বাসটিতে।

বাস উদ্বোধনের সময় কিরণ বলেন, ‍‘এএফসি ও ইউয়েফা যৌথভাবে অনেক কাজ করে থাকে বিশ্বব্যাপী। বাংলাদেশকে দেয়া বাসটি তারই প্রতিফলন। একজন এএফসি সদস্য হিসেবে আমি গর্ববোধ করছি।

‘আমাদের ছেলে-মেয়েদের আর ভাড়া করা বাসের জন্য অপেক্ষা করতে হবে না। তারা এখন ভালোভাবে অনুশীলন করতে পারবে। ফুটবলকে এগিয়ে নেয়ার জন্য এএফসিকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি।’

বাসটি কিনতে ইউয়েফা দিয়েছে ৪৩ হাজার ইউরো। তার সঙ্গে বাফুফে দিয়েছে আরও ১০ লাখ টাকা।

৪০ আসনের বাসটি শীতাতপ নিয়ন্ত্রিত নয়।

এ বিভাগের আরো খবর