কাতার বিশ্বকাপের আগে মূল পর্বে জায়গা করে নেয়া দলগুলো প্রীতি ম্যাচ খেলা শুরু করবে সেপ্টেম্বরে। তারই ধারাবাহিকতায় হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
মঙ্গলবার রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে হন্ডুরাস ফুটবল ফেডারেশন।
বিবৃতিতে বলা হয়, ‘আমেরিকার ফ্লোরিডায় হার্ড রক স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের বিপক্ষে খেলবে হন্ডুরাস। ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি।’
চার দিন পর জ্যামাইকার বিপক্ষে আরেকটি ম্যাচ খেলার কথা মেসি-দি মারিয়াদের। যার আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। জ্যামাইকার বিপক্ষে ম্যাচটি হতে পারে নিউ জার্সির রেড বুল অ্যারেয়ানায়।
হন্ডুরাসের কোচ দিয়েগো মার্তিন ভাসকেস এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল। আর মেসি হচ্ছেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তাদের সঙ্গে খেলার এই সুযোগটা আমরা উপভোগ করতে চাই।’
সেপ্টেম্বরে ব্রাজিলও দুটি প্রীতি ম্যাচ খেলবে ঘানা ও তিউনিশিয়ার বিপক্ষে। ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ।