বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উইন্ডিজের মাটিতে নিউজিল্যান্ডের সিরিজ জয়ের ইতিহাস

  •    
  • ২২ আগস্ট, ২০২২ ১৬:৪১

শেষ ওয়ানডেতে সোমবার ভোরে উইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ব্ল্যাকক্যাপস। এই প্রথম উইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল তারা।

ওয়েস্ট ইন্ডিজ ওপেনার কাইল মায়ার্সের সেঞ্চুরি ম্লান করে তৃতীয় ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে সোমবার ভোরে উইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ব্ল্যাকক্যাপস। এই প্রথম উইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল তারা।বার্বেডসে টস জিতে প্রথমে বোলিং করতে নামে নিউজিল্যান্ড। ব্যাট হাতে দলকে দারুণ সূচনা দেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শেই হোপ ও কাইল মায়ার্স। ৩৪.৫ ওভারে ১৭৩ রানের জুটি গড়েন তারা।হোপ-মায়ার্সের দৃঢ়তায় ১৫ ওভারে ৫০ ও ২৩ ওভারে শত রানের কোটা স্পর্শ করে উইন্ডিজ। ৩৫তম ওভারের প্রথম বলে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন ১৭তম ম্যাচ খেলতে নামা মায়ার্স। এ জন্য ১০৬ বল খেলেন তিনি। এ বছরের জুনে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করেন মায়ার্স।মায়ার্সের সেঞ্চুরি পাওয়ার ওভারেই বিচ্ছিন্ন হয় ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি। ৫১ রান করা হোপকে শিকার করে নিউজিল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন পেসার ট্রেন্ট বোল্ট। পরের ওভারের প্রথম বলে মায়ার্সকে বিদায় দেন লকি ফার্গুসন। ৩টি চার ও ১টি ছক্কায় ১০০ বলে ৫১ রান করেন হোপ। ১২টি চার ও ৩টি ছক্কায় ১১০ বলে ১০৫ রান করেন মায়ার্স।১৭৩ রানে ২ ওপেনারকে হারানোর পর ক্যারিবিয়দের মিডল-অর্ডারে ধস নামান নিউজিল্যান্ডের বোলাররা। তবে ব্যাট হাতে অন্য প্রান্তে চড়াও হন অধিনায়ক নিকোলাস পুরান।৪৯তম ওভারের চতুর্থ বলে পুরানকে ৯১ রানে থামিয়ে দেন বোল্ট। ৫৫ বলে ৪টি ৪ ও ৯টি ছক্কায় ৯১ রান করেন পুরান। ইনিংসের শেষ ওভারে ১৫ ও শেষ বলে ছক্কায় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৫০ ওভারে ৮ উইকেটে ৩০১ রানে।নিউজিল্যান্ডের পক্ষে বোল্ট ৩ উইকেট নেন।৩০২ রানের টার্গেটে নিউজিল্যান্ড শুরুতে উইকেট হারালেও, দ্বিতীয় উইকেটে মার্টিন গাপটিল ও ডেভন কনওয়ে ৯৫ বলে ৮২ রানের জুটি গড়েন। গাপটিল ও কনওয়ে দুজনই হাফ-সেঞ্চুরি তুলে বিদায় নেন। গাপটিল ৫৭ ও কনওয়ে ৫৬ রান করেন।চতুর্থ উইকেটে আবারও বড় জুটি পায় নিউজিল্যান্ড। ১০৩ বলে ১২০ রান তুলে দারুণভাবে নিউজিল্যান্ডকে ম্যাচ জয়ের পথে রাখেন এ ম্যাচের অধিনায়ক টম লেইথাম ও ড্যারিল মিচেল।মিচেলকে বিদায় করে ওয়েস্ট ইন্ডিজকে ব্রেক-থ্রু দেন ইয়ানিক কারিয়া। ৪৯ বলে ৬৩ রান করেন মিচেল। লেইথামকে ৬৯ রানে আউট করেন জেসন হোল্ডার।ষষ্ঠ উইকেটে ২৩ বলে ঝড়ো গতিতে অবিচ্ছিন্ন ৪৮ রান তুলে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন মাইকেল ব্রেসওয়েল ও জেমস নিশ্যাম। ১১ বলে ১টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৩৪ রান করেন নিশাম। ১৪ রানে অপরাজিত থাকেন ব্রেসওয়েল।ম্যাচ সেরা হন নিউজিল্যান্ডের টম লেইথাম। সিরিজ সেরা হন একই দলের মিচেল স্যান্টনার।

এ বিভাগের আরো খবর