গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সের পর হেড কোচের অবস্থানটা কিছুটা হলেও নড়বড়ে হয়ে যায় রাসেল ডমিঙ্গোর। বোর্ডের সঙ্গে চুক্তি নবায়ন করে নিজেকে টিকিয়ে রাখেন তিনি। এরপরও জাতীয় দলে হেড কোচ হিসেবে তার ভূমিকা নিয়ে সমালোচনার কাঠগড়ায় তাকে দাঁড়াতে হয়েছে বারবার।
দেরিতে হলেও টনক নড়েছে বোর্ডের। ডমিঙ্গোকে বাদ দিয়ে এশিয়া কাপে নতুন কোচের হাতে জাতীয় দলকে তুলে দেয়ার পরিকল্পনা করছে বোর্ড।
নতুন কোচের এই দৌড়ে রয়েছেন বর্তমান ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। বৃহস্পতিবার বোর্ড সভাপতির সঙ্গে আলাদাভাবে বৈঠকও করেছেন অজি এই কোচ। একইসঙ্গে ক্রিকেটারদের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হওয়ার আগেই সাকিব, মুশফিক, মিরাজ, বিজয়দের নিয়ে পাওয়ার হিটিংয়ের আলাদা সেশন শুরু করে দিয়েছে তিনি।
ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট শ্রীধরন শ্রীরামকেও টি-টোয়েন্টি কোচের প্রস্তাব দিয়েছে বোর্ড। এশিয়া কাপে ভালো করলে তার সঙ্গে চুক্তি বাড়াতেও প্রস্তুত বোর্ড।
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের একজন পরিচালক নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
বিসিবির ওই পরিচালক বলেন, ‘টি-টোয়েন্টিতে কোচ হিসেবে বোর্ডের পছন্দ দুইজন। একজন হল আমাদের সিডন্স আর আরেকজন ভারতের শ্রীধরণ শ্রীরাম। এই দুইজনের ভেতর আলোচনা করে একজনকে নেব আমরা। কাল বোর্ডসভা আছে। সেখানে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হবে এ বিষয়ে।’
অস্ট্রেলিয়া প্রবাসী শ্রীরাম আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কিংস ইলেভেন পাঞ্জাবের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ হিসেবে ছিলেন তিনি। আইপিএলের সঙ্গে যুক্ত থাকায় তার প্রতি বেশি আকর্ষণ রয়েছে বোর্ডের।
নতুন পরিকল্পনায় টি-টোয়েন্টি থেকে সরে গেলেও সিডন্সকে টেস্ট ও ওয়ানডের দায়িত্ব রাখা হবে।