তুরকিয়ের কোনিয়াতে চলমান ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরের রিকার্ভ এককে হেরে গেছেন বাংলাদেশের দুই তারকা আর্চার দিয়া সিদ্দিকী ও রোমান সানা। ফলে একক থেকে পদক জয়ের আর কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের।রিকার্ভ নারী এককের এলিমিনেশন রাউন্ডের কোয়ার্টার ফাইনালে দিয়া সিদ্দিকী ৭-৩ সেটে স্বাগতিক আর্চার আনাগোই ইয়াসেমিন ইসেমের কাছে হেরে গেছেন। ছেলেদের এককের এলিমিনেশন রাউন্ডে কোয়ার্টার ফাইনালে রোমান সানা ৬-০ সেটে হেরে গেছেন উজবেকিস্তানের উনগালভ ওজোদবেকের কাছে।এছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছেন বাংলাদেশ দলের অন্য দুই আর্চার মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও সাগর ইসলাম। রুবেল তুরকিয়ের এ কে সামেটের কাছে ৬-০ সেটে পরাজিত হয়েছেন। আর সাগর ৭-১ সেটে হেরে যান স্বাগতিক আর্চার আজোজ মেটের কাছে।
নারীদের কম্পাউন্ড বিভাগে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফলে, সেখান থেকে অন্তত একটি পদক নিশ্চিতভাবেই পাচ্ছে বাংলাদেশ।