আনুষ্ঠানিকভাবে ধারাভাষ্য থেকে বিদায় নিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক ইয়ান চ্যাপেল। ক্রিকেট থেকে অবসরের পর ৪৩ বছর ধারাভাষ্যের সাথে যুক্ত ছিলেন চ্যাপেল। সিডনি মর্নিং হেরাল্ডের উদ্ধৃতি দিয়ে চ্যাপেলের ধারাভাষ্য ছাড়ার খবর নিশ্চিত করেছে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল।১৯৮০ সালে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেন চ্যাপেল। আর ১৯৮০-৮১ সালে চ্যানেল নাইনের সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে চুক্তি করেন তিনি। পাশাপাশি এবিসিতে ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকার হিসেবে কাজ শুরু করেন চ্যাপেল।টনি গ্রেগ ও বিল লরির সঙ্গে মিলে ধারাভাষ্যকারদের মধ্যে জনপ্রিয় ও সেরা প্যানেলের অংশ ছিলেন তিনি। অস্ট্রেলিয়া ও বিশ্ব ক্রিকেটে চ্যাপেলের বিশ্লেষণকে ধরা হতো অন্যতম সেরা।
আধুনিক যুগের মাইকেল স্ল্যাটার, নাসের হুসেইন, মার্ক নিকোলাসরা ধারাভাষ্যে চ্যাপেলকে অন্যতম শিক্ষক মেনেছেন শুরু থেকে। সহ-ধারাভাষ্যকারদের কাছে প্রিয় ‘চ্যাপেলি’ ছিলেন একাধারে পথপ্রদর্শক ও বন্ধু। কমেন্ট্রি বক্স থেকে অবসরের সঙ্গে ক্রিকেট ক্যারিয়ারে অবসরের মিল পেয়েছেন চ্যাপেল।
তিনি বলেন, ‘আমার ওই দিনের কথা মনে পড়ে। যখন আমি বুঝেছিলাম যথেষ্ট ক্রিকেট খেলেছি। আমি ঘড়ির দিকে তাকালাম, সময়টা ছিল ৫টা ১১ মিনিট এবং ওই সময় ভাবলাম আমাকে যেতে হবে।’১৯৬৪ সাল থেকে ১৯৮০ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৭৫ টেস্টে ৫,৩৪৫ ও ১৬ ওয়ানডেতে ৬৭৩ রান করেছেন চ্যাপেল। আন্তর্জাতিক ক্রিকেটে ৩০ টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন তিনি।