বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসি উদাহরণ তৈরি করে: গলতিয়ে

  •    
  • ১২ আগস্ট, ২০২২ ১৬:৩৭

গেলো মৌসুমে দলবদলের বাজারে মেসি বাধ্য হয়ে বার্সেলোনা ছেড়ে যোগ দেন পিএসজিতে। ৩৪টি ম্যাচ খেলে গোল করেছেন ১১টি, অন্যকে গোল পেতে সহায়তা করেছেন ১৪টি।

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) লিওনেল মেসির প্রথম বছরটি ভালো কাটেনি। গেল মৌসুমে নিজের পারফরম্যান্সে খরার সঙ্গে দলীয় পারফরম্যান্সও ছিল যাচ্ছেতাই। চাকরি হারিয়ে তার খেসারত দিতে হয়েছে সাবেক কোচ মরিসিও পচেত্তিনোকে।

পিএসজির নতুন কোচ ক্রিস্তোফ গলতিয়ে দারুণ আশাবাদী এই দল নিয়ে। দলের অন্যতম সেরা খেলোয়াড় মেসিকে নিয়েও তিনি দারুণ উৎসাহিত। তার প্রশংসায় ভাসছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি।

মেসি সম্পর্কে বলতে গিয়ে গলতিয়ে বলেন, ‘সে অনেক ভালো একজন মানুষ। তাকে দেখে আমি বিস্মিত না হয়ে পারি না। কারণ আপনার দারুণ রেকর্ড থাকবে, এতগুলো ম্যাচ যখন খেলবেন, এমন সব ট্রফি যখন জিতবেন, তার মানে তো এই যে আপনি একজন দারুণ খেলোয়াড়!’

তিনি যোগ করেন, ‘অনুশীলনে মেসি অনেক কিছু করার চেষ্টা করে। যখন অনুশীলনে ব্যস্ত থাকে তখন সে একেবারে গভীরে চলে যায়। তাছাড়া সতীর্থদের সঙ্গে কথা বলা থেকে শুরু করে ওর ব্যবহারও দারুণ।

‘সবসময় হাসি থাকে তার মুখে। তাছাড়া অন্য খেলোয়াড়দের জন্য সে (মেসি) সব সময় অনুপ্রেরণা। তাকে মাঠে দেখা প্রতিটি মুহূর্ত, তাকে হ্যালো বলাটা উপভোগ করি আমি। কারণ সে উদাহরণ তৈরি করে। অন্য সবার জন্য দারুণ উদাহরণ মেসি।’

মেসিকে দলে পেয়ে বেশ আনন্দিত পিএসজি কোচ গলতিয়ে। তিনি বলেন, ‘সে ক্লাব পর্যায়ে সবকিছু জিতেছে, শুধু বিশ্বকাপটা এখনও জয় করতে পারেনি। ব্যক্তিগত পুরস্কারও জিতেছে অনেক। তারপরও সে সন্তুষ্ট নয়। কারণ সে আরও অনেক দূর যেতে চায়। আমি মনে করি লিও (মেসি) যখন হাসে,দল হাসে। তাকে দলের সবাই ভালোবাসে ও সতীর্থরা তার তারিফ করে।’

গেল মৌসুমে দলবদলের বাজারে মেসি বাধ্য হয়ে বার্সেলোনা ছেড়ে যোগ দেন পিএসজিতে। ৩৪টি ম্যাচ খেলে গোল করেছেন ১১টি, অন্যকে গোল পেতে সহায়তা করেছেন ১৪টি।

এ বিভাগের আরো খবর