বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্যারিবীয়দের বিপক্ষে একাই লড়াই করছেন সাইফ

  •    
  • ১২ আগস্ট, ২০২২ ১৫:৪৫

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে শুধু টিকে থাকেন সাইফ হাসান। ২১৭ বল খেলে ৬৩ রানে অপরাজিত আছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ এ-দলের বিপক্ষে দুটি চার দিনের টেস্ট ম্যাচের প্রথমটি ড্র করেছে সফরকারী বাংলাদেশ এ-দল। ব্যাটিং বিপর্যয়ের কারণে পূর্ণ ৫ দিনের ম্যাচ হলে হয়তো হার নিয়েই দ্বিতীয় ম্যাচ খেলতে হতো বাংলাদেশের।

দ্বিতীয় ম্যাচে একই পরিস্থিতিতে রয়েছে বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে রক্ষা পেতে যাচ্ছে অধিনায়ক মিঠুনের দল। ম্যাচের প্রথম দুই দিনে বৃষ্টির পেটে গেছে ৯৬ ওভার। মাঠে গড়িয়েছে ৮৪ ওভার।

ওয়েস্ট ইন্ডিজ এ-দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ এ-দলের সংগ্রহ দাঁড়িয়েছে ১৫৭ রান।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে শুধু টিকে থাকেন সাইফ হাসান। ২১৭ বল খেলে ৬৩ রানে অপরাজিত আছেন তিনি।

এর আগে ম্যাচের প্রথম দিন খেলা হয়েছিল ৩৪ ওভার। যেখানে ১ উইকেট হারিয়ে ৬৯ রান করে মোহাম্মদ মিঠুনের দল। দ্বিতীয় দিন ৩৪ ওভার খেলে চার উইকেট হারিয়ে বাংলাদেশ এ-দল যোগ করেছে আরও ৮৮ রান।

বাংলাদেশের পক্ষে ওপেনার মাহমুদুল হাসান জয় ৪১ বলে ১৭ রান করেন। সাদমান ইসলামের ব্যাট থেকে আসে ১১৮ বলে ২৫ রান।

মিডল অর্ডারের তিন ব্যাটার ফজলে রাব্বি মাহমুদ (১৪), অধিনায়ক মোহাম্মদ মিঠুন (১৪) ও জাকির হাসান (১৫) রান করেছেন। দ্বিতীয় দিন শেষে ১৬ বলে ০ রান নিয়ে অপরাজিত রয়েছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিক।

ওয়েস্ট ইন্ডিজ এ-দলের পক্ষে ৩ উইকেট নেন কলিন আর্চিবল্ড। এ ছাড়া ১টি করে উইকেট নেন অ্যান্ডারসন ফিলিপ ও মারকিনো মাইন্ডলি।

এ বিভাগের আরো খবর