বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এশিয়া কাপে নেই লিটন ও সোহান

  •    
  • ১১ আগস্ট, ২০২২ ১৭:০১

পাকিস্তান-ভারত এশিয়া কাপের দল ঘোষণা করলেও সাকিব ইস্যু ও একাধিক ক্রিকেটার চোটে পড়ায় এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ মাসের ২৭ তারিখ সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ। এরই মধ্যে পাকিস্তান-ভারত এশিয়া কাপের দল ঘোষণা করলেও সাকিব ইস্যু ও একাধিক ক্রিকেটার চোটে পড়ায় এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চোটে পড়েন দারুণ ছন্দে থাকা লিটন দাস। বোর্ডের তথ্য অনুযায়ী লিটনের পেশিতে স্ক্যানের পর গ্রেড টু মাসল স্ট্রেইন ধরা পড়ে। যে কারণে আগে অনুমান করা যাচ্ছিল লিটনকে ছাড়াই খেলতে হবে এশিয়া কাপ।

লিটনের আগে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আঙুলের চোট নিয়ে চার সপ্তাহের জন্য দল থেকে ছিটকে যান অধিনায়ক নুরুল হাসান সোহান। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের তিন দিন আগে পিঠের চোট নিয়ে দল থেকে বাদ পড়েন জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলি রাব্বি।

অন্যদিকে সাকিবের বিষয়ে সিদ্ধান্ত ঝুলে থাকায় ও চোটে জর্জরিত দলটির এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানান বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার তিনি বলেন, ‘আমাদের ইনজুরির ইস্যু আছে। লিটনের ইনজুরি, সোহান, রাব্বি কেউই থাকছে না এশিয়া কাপে। এখন দলটা আমাদের ভেবেচিন্তে দেয়া লাগবে। সামনে আবার বিশ্বকাপ আছে। কাল পরশুর ভেতরে দল দিয়ে দেয়া হবে। কালই হয়তো দিয়ে দেয়া হবে।’

শর্ত সাপেক্ষে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অন্তত দুই বছরের জন্য সংক্ষিপ্ত ফরম্যাটের নেতৃত্ব দেয়া হতে পারে সাকিবকে। যেটা গত ৪ আগস্ট বোর্ড মিটিংয়ের পর ঘোষণা করার কথা ছিল।

এ বিভাগের আরো খবর