ওয়ানডে ক্রিকেটে এখন সাড়ে তিন শ রান হচ্ছে নিয়মিত। আবার সেই রান তাড়া করে জিতেও যাচ্ছে প্রতিপক্ষ দল। ৩৫০ রানের তালিকায় আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের নাম থাকলেও নেই বাংলাদেশের নাম।
২০১৮ সাল থেকে ওয়ানডেতে দলীয় ৩০০ রানের বেশি স্কোর হয়েছে ১৭০ বার। এর মধ্যে ৩৫০ রানের বেশি হয়েছে ৩৩ বার।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ সংগ্রহ করে ৩০৩ রান আর দ্বিতীয়টিতে ২৯০ রান। এ সংগ্রহের পরও দুটি ম্যাচ হেরেছে বাংলাদেশ।
যে কারণে অধিনায়ক তামিম ইকবালের মনে হচ্ছে ওয়ানডে ক্রিকেটে ৩৫০ না করলে জয়ের নিশ্চয়তা নেই। সিরিজ শেষে সংবাদমাধ্যমের কাছে বৃহস্পতিবার ভোরে এমনটাই বলেন এ অভিজ্ঞ ওপেনার।
তামিম বলেন, ‘আমরা ৩৫০ রান করতে চাই। এটা আমাদের মাথায় আছে। কোনো একসময় ৩৫০ রান করতে চাই। আমরা আগে কখনও করিনি। আমি বলছি না যে পরের ম্যাচেই ৩৫০ রান করে ফেলব। তবে আমাদের এই লক্ষ্য আছে।’
সামনের বছর ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ভারতে, যেখানে তামিমের ধারণা নিয়মিত ৩০০ রান করবে দলগুলো। বাংলাদেশকেও নিজেদের সামর্থ্য বাড়িয়ে সেখানে নিতে হবে বলে মনে করেন অধিনায়ক।তিনি বলেন, ‘ভারতে প্রতি ম্যাচে গড়ে দেখা যাবে ৩০০ রান হবে। ক্রিকেট খেলাটা দিন দিন বদলে যাচ্ছে। মিরপুর আর ভারতের কিছু ভেন্যুতে ২৬০-২৭০ রান করে জিততে পারবেন। বাকি বেশির ভাগ ভেন্যু ২৯০, ৩০০, ৩১০ রানের মতো। এই জিনিসটা নিয়ে আমরা বেশ সতর্ক। আশা করি আগামী দিনে আমাদের এভাবেই দেখতে পাবেন।’