বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২১ বছর পর আবার ক্লিন সুইপ?

  •    
  • ৯ আগস্ট, ২০২২ ২৩:১৭

শেষ ম্যাচে ইনজুরির কারণে বিশ্রাম দেয়া হতে পারে শরীফুল ইসলামকে। তার পরিবর্তে একাদশে জায়গা হতে পারে রঙ্গিন পোশাকে অভিষেকের অপেক্ষায় থাকা এবাদত হোসেনের।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারের পরও নিজেদের ভাগ্যবান ভাবতে পারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা মেলায় ক্লিন সুইপের হাত থেকে রক্ষা পায় লাল সবুজের প্রতিনিধিরা। তবে শর্টার ফরম্যাটে ক্লিন সুইপের হাত থেকে বাঁচলেও ওয়ানডেতে এসে বাংলাদেশের স্মৃতিতে ভাসছে ২১ বছর আগের এক সিরিজ। ২০০১ সালের পর বাংলাদেশকে ক্লিন সুইপের শঙ্কা জাগিয়েছে জিম্বাবুয়ে।

২১ বছর আগে গড়া সেই রেকর্ডের পুনরাবৃত্তি ঠেকানোর মিশনে বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় মাঠে গড়াবে ম্যাচটি।

ইতোমধ্যেই ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। এখন বাংলাদেশের সামনে মিশন ক্লিন সুইপ এড়ানো। সেই মিশনে বুধবার দুই পরিবর্তন আসতে পারে বাংলাদেশের একাদশে। শেষ ম্যাচে খেলার সুযোগ মিলতে পারে নাঈম শেখ ও অভিষেকের অপেক্ষায় থাকা এবাদত হোসেনের।

হারারের স্পোর্টিং উইকেটে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভালো করলেও বোলারদের ধারহীন আক্রমণ প্রতি ম্যাচেই ভোগাচ্ছে বাংলাদেশকে। শুরুতে দ্রুত উইকেট তুলে নিলেও হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বোলাররা হারাচ্ছেন তাদের লাইন ও লেংথ। শেষ ম্যাচে তাই বোলিং ইউনিটে বেশি নজর রাখতে হচ্ছে বাংলাদেশকে।

দুর্দান্ত ফর্মে থাকা জিম্বাবুয়ের ব্যাটার সিকান্দার রাজা স্বভাবত দুশ্চিন্তার কারণ তামিম ইকবালের দলের জন্য। সে সঙ্গে রেগিস চাকভাবা, ইনোসেন্ট কাইয়া তাদের দাপুটে পারফরম্যান্সে সহজেই কুপোকাত করার ক্ষমতা রাখছেন বাংলাদেশকে।

সিরিজের দুই ম্যাচে ৪ সেঞ্চুরি পেয়েছে জিম্বাবুয়ে। অপরদিকে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ রানের ইনিংস এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। সেটি ৮০ রানের। বোলিং ইউনিটের সঙ্গে ব্যাট হাতেও বড় ইনিংস খেলার দিকে নজর দিতে হবে টাইগারদের।

ক্লিন সুইপ এড়াতে ভালো খেলার বিকল্প দেখছেন না টাইগার দলপতি তামিম ইকবাল। সেরা ক্রিকেট খেলে অন্তত একটি জয় বাগিয়ে নেয়ার লক্ষ্য টাইগার দলপতির।

তামিম বলেন, ‘আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলিনি এবং সে কারণেই আমরা এই অবস্থানে আছি। অন্তত একটা ম্যাচ জিততে হলে পরের ম্যাচে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। আশা করি আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারবো।’

শেষ ম্যাচে ইনজুরির কারণে বিশ্রাম দেয়া হতে পারে শরীফুল ইসলামকে। তার পরিবর্তে একাদশে জায়গা হতে পারে রঙ্গিন পোশাকে অভিষেকের অপেক্ষায় থাকা এবাদত হোসেনের।

এদিকে সিরিজের শেষ ম্যাচেও টসে জিতে বোলিং নেয়া দল জয়ের দিকে এগিয়ে থাকবে বেশ কিছুটা। হারারের উইকেট এখন পর্যন্ত সেই বার্তাই দিচ্ছে।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল বিজয়/মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।

জিম্বাবুয়ে সম্ভাব্য একাদশ: রেগিস চাকাভবা (অধিনায়ক ও উইকেটকিপার), ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, ব্র্যাড ইভানস, টানাকা চিভাঙ্গা, টনি মুনিয়োঙা, টাকুডজানাওয়াশে কাইটানো, লুক জঙ্গওয়ে, ভিক্টর নিয়াউচি ও টাডিওয়ানাশে মারুমানি।

এ বিভাগের আরো খবর