জিম্বাবুয়ে সফরে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ জাতীয় দলের। দুই ফরম্যাটে বাজেভাবে সিরিজ হারতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। এর সঙ্গে যোগ হলো আইসিসির জরিমানা।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটে জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দের। নির্ধারিত সময়ে দুই ওভার কম করায় ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের।
মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিবৃতিতে বলা হয়, সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ে দুই ওভার কম বল করার অপরাধে বাংলাদেশ ভেঙেছে আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা ২.২২। এটি শাস্তিযোগ্য অপরাধ।’
সেখানে আরও বলা হয়, ‘মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির অন্তত ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে। সেই মোতাবেক ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা ধরা হয়েছে।’
বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল এ দায় স্বীকার করে নিয়েছেন। সে কারণে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।