সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অনুষ্ঠেয় এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চোটের কারণে জাসপ্রিত বুমরাহ ছিটকে গেলেও দলে ফিরেছেন বিরাট কোহলি ও কেএল রাহুল।
বিসিসিআই সোমবার এ টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই দল রাখার চিন্তা করছে বিসিসিআই।
প্রায় তিন বছরে ধরে ফর্মে না থাকা বিরাট কোহলিকে বিশ্রাম দেয়া হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে। এশিয়া কাপের মধ্য দিয়ে তিনি আবারও যুক্ত হচ্ছেন ভারতের জাতীয় দলে। কুচকির চোটের কারণে বাইরে থাকা কেএল রাহুলও ফিরছেন এশিয়া কাপে।
ভারতের নির্বাচক কমিটি সঞ্জু স্যামসনের ও দীপক হুদার পরিবর্তে মিডল অর্ডারে যুক্ত করেছেন শ্রেয়াস আইয়ারকে, তবে তিন খেলোয়াড়কে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। এ তিনজনের মধ্যে রয়েছেন শেয়াস আইয়ার। এ ছাড়া আক্সার প্যাটেল ও দীপক চাহার রয়েছেন স্ট্যান্ডবাইয়ের তালিকায়।
বুমরা ও হার্শালের চোটজনিত অনুপস্থিতিতে ভারত দলে আছেন তিন স্বীকৃত পেসার ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং ও আবেশ খান। তাদের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
এশিয়া কাপে ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সুরিয়াকুমার ইয়াদভ, রিশভ পান্ট, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, রবি বিষ্ণোই, আভেশ খান, দীপক হুডা ও ইউজবেন্দ্র চাহাল।