বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিরিজে ফেরার মিশনে মাঠে নামছে বাংলাদেশ

  •    
  • ৬ আগস্ট, ২০২২ ২৩:২১

টি-টোয়েন্টি সিরিজে হারের পর ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর মিশনে নেমেছিল বাংলাদেশ। কিন্তু অপেক্ষার প্রহর বাড়ে স্বাগতিকদের জয়ে। একই লক্ষ্যে অবিচল থেকে রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। হারারে স্পোর্টিং ক্লাবে বাংলাদেশ সময় বেলা সোয়া ১টায় মাঠে গড়াবে ম্যাচটি।

জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রিয় ফরম্যাটের শুরুতেই বড় হোঁচট খেয়েছে বাংলাদেশ। ৩০০ এর বেশি রান করেও বোলারদের ব্যর্থতায় ৫ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। এর ফলে প্রায় এক দশক পর বাংলাদেশকে হারানোর স্বাদ পেল জিম্বাবুয়ে।

টি-টোয়েন্টি সিরিজে হারের পর ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর মিশনে নেমেছিল বাংলাদেশ। কিন্তু অপেক্ষার প্রহর বাড়ে স্বাগতিকদের জয়ে। একই লক্ষ্যে অবিচল থেকে রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। হারারে স্পোর্টিং ক্লাবে বাংলাদেশ সময় বেলা সোয়া ১টায় মাঠে গড়াবে ম্যাচটি।

সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সার্ভিস পাচ্ছে না দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসের। হ্যামস্ট্রিংয়ের ইনজুরি ডানহাতি এই ব্যাটারকে ছিটকে দিয়েছে ৪ সপ্তাহের জন্য। পাশাপাশি গোড়ালির ইনজুরি দ্বিতীয় ওয়ানডে থেকে কেড়ে নিয়েছে মুস্তাফিজুর রহমানকে। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দিয়েই জয়ের ধারায় থাকা জিম্বাবুয়েকে সামনা করতে নামবে বাংলাদেশ।

তবে লিটন-মুশফিক দলে না থাকলেও দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারবেন মুশফিকুর রহিম ও শরিফুল ইসলাম। প্রথম ওয়ানডেতে ইনজুরিতে পড়া ক্রিকেটারদের তালিকায় ছিলেন এই দুইজনও।

প্রথম ম্যাচের ভুলত্রুটি শুধরে নিয়ে দ্বিতীয় ম্যাচে জয় বাগিয়ে নেয়ার বিষয়ে আত্মপ্রত্যয়ী জাতীয় দলের দলপতি তামিম ইকবাল।

তামিম বলেন, ‘বার্তাটা একই থাকবে যা আমি প্রথম ম্যাচে দিয়েছি। ভালোভাবে ফিরে আসার সামর্থ্য আমাদের আছে। যে ভুলগুলো করেছি সেগুলো আমরাও জানি, আপনারা দেখেছেন, পুরো দেশবাসী দেখেছে। এখন এসব শুধরে ভালোভাবে কামব্যাক করবো বলে আশা করছি।’

এদিকে লিটনের ইনজুরির কারণে তার জায়গায় খেলার সুযোগ মিলতে পারে নাজমুল হোসেন শান্তর। সম্ভাবনা রয়েছে মোহাম্মদ নাঈম শেখেরও। আর মুস্তাফিজের বদলে একাদশে জায়গা করে নিতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা এবাদত হোসেনের।

ইতোমধ্যেই লিটন ও সোহানের বদলি হিসেবে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে এবাদত হোসেন ও নাঈম শেখকে। এই দুইজনই খুলনাতে ছিলেন বাংলাদেশ টাইগার্সের সঙ্গে।

সিরিজের প্রথম ম্যাচে বোলারদের ব্যর্থতায় হারতে হয়েছিল বাংলাদেশকে। তাই দ্বিতীয় ম্যাচে বোলিং ইউনিটের ওপর বাড়তি নজর রাখতে হবে স্বভাবতই। তবে মুস্তাফিজ আর লিটনের না থাকাটা কিছুটা হলেও ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশের জন্য।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত/ মোহাম্মদ নাঈম শেখ, এনামুল বিজয় (উইকেটকিপার), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী মিরাজ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন/নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভবা, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভরে, মুসুকান্দা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গওয়ে, ভিক্টোর নিয়াউচি, ওয়েলিংটন মাসাকাদজা ও রিচার্ড এনগারাভা।

এ বিভাগের আরো খবর