লিগ ওয়ানের নতুন মৌসুমের প্রথম ম্যাচ খেলতে শনিবার ক্লেমোঁ ফুতের বিপক্ষে মাঠে নামবে ফরাসি লিগ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নিজেদের প্রথম ম্যাচে ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে দলে পাচ্ছেন না কোচ ক্রিস্তোফ গলতিয়ে।
ক্লেমোঁ ফুতের বিপক্ষে পেশির চোটের কারণে খেলতে পারছেন না পিএসজির তারকা ফরোয়ার্ড। তাকে ছাড়াই মৌসুম শুরু করতে হচ্ছে পিএসজিকে। ক্লাব সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭২ ঘণ্টা এমবাপে পর্যবেক্ষণে থাকবেন।
ফরাসি সুপার কাপে গত ১ জুলাই নঁতের বিপক্ষে মাঠে নামে পিএসজি। সে ম্যাচে দর্শক হয়ে ছিলেন এমবাপে। নিষেধাজ্ঞার কারণে মাঠে নামা হয়নি তার। এবার লিগ ম্যাচেও তাকে পাবেন না গলতিয়ে।
সে ম্যাচে এমবাপেকে ছাড়া ফরাসি সুপার কাপ জিতেছিল পিএসজি। ৪-০ গোলের বড় ব্যবধানে শিরোপা জেতে ফ্রান্সের শীর্ষ ক্লাবটি।
এবার লিগ শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে মেসি-নেইমারদের পিএসজি।
পিএসজির এ অ্যাওয়ে ম্যাচ শনিবার রাত ১টায় অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ম্যাচটির জন্য ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে প্যারিসিয়ানরা।