বাংলাদেশের পছন্দের প্রতিপক্ষের তালিকায় সবার উপরে জিম্বাবুয়ের নামটাই থাকবে। কারণ অন্য যে কোনো দলের চেয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সফলতা সবচেয়ে বেশি। অথচ সেই রোডেশিয়ানদের বিপক্ষেই নিজেদের প্রথম ম্যাচ হেরে বসেছে টাইগাররা।
জিম্বাবুয়ের দেয়া ২০৫ রানের টার্গেটের জবাবে ১৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। যেখানে ব্যাট করতে নেমে শেষ ৫ ওভারে জিম্বাবুয়ে করেছে ৭৭ রান। অন্যদিকে জয়ের জন্য শেষ ৫ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৬৬ রান। যা করতে পারেননি ব্যাটাররা।
৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের পর সংবাদ সম্মেলনে উন্নতির আশাবাদ ব্যক্ত করলেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক নুরুল হাসান সোহান।
ম্যাচ শেষে শনিবার সংবাদ সম্মেলনে হারের কারণ জানতে চাইলে সোহান বলেন, ‘কোনো কিছুকেই কারণ হিসেবে দেখতে চাই না। ব্যাটিং বলেন, বোলিং বলেন বা ফিল্ডিং সব আমরাই। যেটাই করি আমাদেরই ভালো করতে হবে। শেষ ৫-৬ ওভার আমরা ভালো করতে পারিনি। এ জায়গাটার আরও উন্নতি করে পরবর্তী ম্যাচে নামতে হবে।’
তবে প্রথম ম্যাচ হেরেই অধৈর্য হচ্ছেন সদ্য দায়িত্ব নেয়া এ অধিনায়ক। জিম্বাবুয়ের ইনিংস শেষে উইকেট নিয়ে আত্মবিশ্বাসী থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশের প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।
সোহান বলেন, ‘২০০ রান তাড়া করা সবসময় একটা বড় ব্যাপার। আমরা যখন ড্রেসিং রুমে ছিলাম তখন আন্তাজ করেছিলাম আমরা এই রান তাড়া করতে পারব। তবে আমাদের বোলিং আরও ভালো করতে হবে। বিশেষ করে ডেথ ওভারে।’