বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কমনওয়েলথ গেমস শুরু: শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ

  •    
  • ২৯ জুলাই, ২০২২ ১৪:১৮

প্রায় ৩০ হাজার দর্শক নিয়ে আলেক্সান্ডার স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের আসর। চলবে আগামী ১১ দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের হয়ে পতাকা বহন করেন এস এ গেমসে স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার।

অলিম্পিকের পর বিশ্বের অন্যতম বড় ক্রীড়াযজ্ঞ কমনওয়েলথ গেমস। এবারের কমনওয়েলথ গেমসের আয়োজক ইংল্যান্ড। বুধবার রাতে জমকালো আয়োজনে কমনওয়েলথ গেমসের ২২তম আসরের পর্দা উঠেছে। প্রায় ৩০ হাজার দর্শক নিয়ে আলেক্সান্ডার স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের আসর। চলবে আগামী ১১ দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের হয়ে পতাকা বহন করেন এস এ গেমসে স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার।

অনুষ্ঠানে অন্যতম চমক ছিলেন শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। বিশ্ববাসীকে খেলাধুলার মাধ্যমে বন্ধুত্ব স্থাপনের বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন তিনি। তাছাড়া শিক্ষার প্রতি গুরুত্ব তুলে ধরেন এ নোবেল বিজয়ী।

অনুষ্ঠানের আরও একটি অন্যতম চমক ছিল প্রায় ১০ মিটার লম্বা ষাঁড়ের আগমন। কৃত্রিম এই ষাঁড়ের আগমনের মধ্য দিয়ে বার্মিংহাম ও কমনওয়েলথের সংস্কৃতির দিকটি তুলে ধরা হয়। সাংস্কৃতিক আয়োজনের দায়িত্বে ছিলেন ওয়েব সিরিজ পিকি ব্লাইডার্সের প্রতিষ্ঠাতা স্টিভেন নাইট।

এবারের কমনওয়েলথ গেমসের বার্তা, সামাজিক পরিবর্তন। ক্রীড়াবিদদের উৎসাহিত করা হয়েছে, যাতে তারা সমাজের গুরুত্বপূর্ণ ইতিবাচক দিকগুলো পরিবর্তনে অংশগ্রহণ করেন।

বার্মিংহামে এবার ৭২টি দেশের পাঁচ হাজারের বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন নিজেদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের জন্য। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ। গেমসে বাংলাদেশ অংশ নেবে ৭ ডিসিপ্লিনে।মাঠের লড়াইয়ে শুক্রবার প্রথম দিনে বাংলাদেশ নামছে চার ডিসিপ্লিনে; লড়বে বাংলাদেশের ১২ অ্যাথলেট। প্রথম দিনেই দুই ইভেন্টে নামবে বাংলাদেশ।

আন্তর্জাতিক পরিমণ্ডলে কমনওয়েলথ গেমস বাংলাদেশকে দিয়েছে অন্যরকম পরিচিতি। যদিও শ্যুটারদের কল্যাণে দেশের এই পরিচিতি। কমনওয়েলথে এ পর্যন্ত পাওয়া আটটি পদকের সবই এনে দিয়েছেন শ্যুটাররা।

১৯৯০ অকল্যান্ড কমনওয়েলথ গেমসে দুই শ্যুটার আতিকুর রহমান ও আব্দুস সাত্তার নিনি ১০ মিটার এয়ার পিস্তল দ্বৈত ইভেন্টের ফাইনালে ফেভারিট অস্ট্রেলীয় জুটিকে হারিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন। কমনওয়েলথ গেমসের ইতিহাসে দেশ পায় প্রথম পদকের দেখা।

বাংলাদেশের আরেক সম্ভাবনাময় খেলা আরচারিও জায়গা পায়নি ১৯টি খেলার তালিকায়। নারী ক্রিকেটের স্বপ্ন বাছাইয়েই সমাধি হয়ে গেছে।

বিশেষ করে জিমন্যাস্ট আলী কাদের হক ও যুক্তরাজ্য প্রবাসী স্প্রিন্টার ইমরানুরকে নিয়ে আশা দেখছেন অ্যাথলেটিক্স ফেডারেশনের কর্তারা। এ ছাড়া হাইজাম্পে মাহফুজুর রহমান ও উম্মে হাফসারাও আশা দেখাচ্ছেন।

দুই বড় ইভেন্ট অ্যাথলেটিক্স ও সাঁতার ছাড়াও ভারোত্তোলন, জিমন্যাস্টিকস, কুস্তি, বক্সিং ও টেবিল টেনিসে থাকবে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব।

এই সাত ডিসিপ্লিনের মধ্যে শুক্রবার চারটিতে নামছে বাংলাদেশ। বক্সিয়ে মো. হোসেন আলী, সুর কৃষ্ণ চাকমা ও সেলিম হোসেন রিংয়ে দাঁড়াবেন। এদের মধ্যে হোসেন আলী ৬৩.৫-৬৭ কেজি ওজন শ্রেণিতে, সুর কৃষ্ণ ৬০-৬৩ কেজিতে এবং ৫৪-৫৭ সেলিম হোসেন লড়াই করবেন। এনইসি হলের ৪ নম্বর ফ্লোরে হবে বক্সিং।

বাস্তবতার নিরিখে বক্সার সুর কৃষ্ণ চাকমা বলেন, ‘এসব আসরে ভালো করতে হলে যেসব সুযোগ-সুবিধা দরকার তার ধারে-কাছে নেই আমরা। সত্যি বলতে আমরা এটাকে আমাদের অভিজ্ঞতা অর্জনের মঞ্চ হিসেবে ধরে নিয়ে রিংয়ে দাঁড়াব। চেষ্টা করব নিজেদের সর্বোচ্চটা দেয়ার। এরপর যদি কিছু হয়।’

গেমসের মূল ভেন্যু বার্মিংহামের আলেকজান্ডার স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানের কারণে সকালেই অনুশীলন সেরেছে বাংলাদেশের অ্যাথলেটরা।

সকালে অনুশীলনের ভেন্যু থেকে আক্ষেপ করে ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত বলেন, ‘গোলকোস্ট কমনওয়েলথ গেমসে আমি ষষ্ঠ হয়েছিলাম। এবার তার চেয়ে ভালো করার সম্ভাবনা কম।’ ১ আগস্ট ৬৪ কেজি ওজন শ্রেণিতে লড়বেন মাবিয়া।

দলগত ইভেন্টের পাশে আলী কাদের লড়াই করবেন ফ্লোর এক্সারসাইজ ও ভল্টিং টেবিলে। এই আসরে তার এই দুই ইভেন্টের দিকেই তাকিয়ে বাংলাদেশ। পুরুষ টেবিল টেনিসে দলগত ইভেন্টে শনিবার লড়াই শুরু করবেন মোহতাসিন আহমেদ, রামহীম লিয়ন বর্ম, রিফাত মাহমুদ ও মুফরাদুল কায়ের হামজা। সাঁতারে প্রথম দিনে ৫০ মিটার ব্যাটারফ্লাইয়ে মাহমুদুন নবী নাহিদ ও ৫০ মিটার ব্রেস্টস্টোকে পুলে নামবেন মরিয়ম আক্তার।

এ বিভাগের আরো খবর