স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড। বুধবার টস হেরে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডকে ২২৫ রানের বড় লক্ষ্য দেয় ব্ল্যাক ক্যাপস। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রানের বেশি করতে পারেনি স্কটরা। ফলে ৬৮ রানে জয় পায় নিউজিল্যান্ড।
স্কটল্যান্ডের এডিনবার্গে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে দারুণ শুরু করে। ব্যাটার ফিন অ্যালেন দেখা পান ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির। সপ্তম ব্যাটার হিসেবে কিউইদের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন ফিন অ্যালেন।
৫৬ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংসের সঙ্গে আরেক ওপেনার মার্টিন গাপটিলের ৩১ বলে ৪০ রানে ভর করে ২২৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় সফরকারী নিউজিল্যান্ড। অ্যালেন তার ১০১ রানের ইনিংসে ৮টি চার ও ৬টি ছক্কা হাঁকান।
শেষদিকে জেমস নিশ্যামের ব্যাট থেকে আসে ৯ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস।
স্কটল্যান্ডের হয়ে রিচি বেরিংটন, ক্রিস সোল, মার্ক ওয়াট ও হামজা তাহির একটি করে উইকেট পান।
জবাবে ব্যাট ২২৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রানে গুটিয়ে যায় স্বাগতিক স্কটল্যান্ড। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৩৩ রানের ইনিংস খেলেন ক্যালাম ম্যাকলিওড। এছাড়া ক্রিস গ্রিভসের ব্যাট থেকে আসে ২২ বলে ৩১ রান। ২৮ বলে ২৮ রান ফিরেন জর্জ মানসি।
নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট শিকার করেন ইশ সোধি। ২টি উইকেট শিকার মিচেল স্যান্টনার।
সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে শুক্রবার মাঠে মুখোমুখি হবে দল দুটি।