চূড়ান্ত হয়েছে বাংলাদেশের বিশ্ব দাবা অলিম্পিয়াড স্কোয়াড। ৫ সদস্যের পুরুষ দলে নির্বাচিত হয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও তার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া। এই প্রথম অলিম্পিয়াডে বাংলাদেশের পক্ষ থেকে একই দলে খেলছেন বাবা ও ছেলে।
২৯ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত ভারতের চেন্নাইয়ের মহাবালিপুরাম শহরে হতে যাচ্ছে ৪৪তম বিশ্ব দাবা অলিম্পিয়াড। এ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় দল ঘোষণার জন্য এক প্রেস ব্রিফিং আয়োজন করে বাংলাদেশ দাবা ফেডারেশন। জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ারের সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ নারী ও পুরুষ দল ঘোষণা করা হয়।
পুরুষ দলের ওপেন বিভাগে জিয়া ও ফিদে মাস্টার তাহসিন ছাড়া আরও ডাক পেয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার মেহেদী হোসেন পরাগ। দলের অধিনায়ক হিসেবে যাচ্ছেন ফিদে ইন্সট্রাক্টর মাসুদুর রহমান মল্লিক দিপু।
নারী দলের ওপেন বিভাগে ডাক পেয়েছেন অধিনায়ক ইন্সট্রাক্টর মাহমুদা হক চৌধুরী মলি, ফিদে ফিমেল ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস, আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, ফিদেমাস্টার নাজরানা খান ইভা, প্রতিভা তালুকদার ও ফিদে মাস্টার নোশিন আঞ্জুম।
দাবা অলিম্পিয়াডের ম্যাচ আরবিটার মোঃ হারুন অর রশিদ।২৭ জুলাই বুধবার দুপুরে চেন্নাই যাচ্ছে জাতীয় দাবা দল। দলের সঙ্গে যাচ্ছেন হেড অফ ডেলিগেশন, কংগ্রেস প্রতিনিধি, ফেডারেশনের কর্মকর্তা ও ম্যাচের বিচারক। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ এরই মধ্যে চেন্নাই পৌঁছেছেন।
এবারের দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে রেকর্ড সংখ্যক ১৮৩টি দেশ ও ৩টি সংগঠন (ব্রেইল, সাইলেন্স ও ফিজিক্যালি ডিসাবেল্ড) এর ১৮৮টি দল ও নারী বিভাগে রেকর্ড সংখ্যক ১৫৭টি দেশের ১৬২টি দল অংশ নিচ্ছে। প্রতিদিন বাংলাদেশ সময় বিকাল ৩-৩০ টায় খেলা শুরু হবে। দাবা অলিম্পিয়াডের নিজস্ব ওয়েব সাইটসহ বিভিন্ন দাবা ওয়েব সাইটে সরাসরি খেলা দেখা যাবে।