বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নির্বাচক ছাড়াই জিম্বাবুয়ে সফর

  •    
  • ২৬ জুলাই, ২০২২ ২০:২০

মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারওয়েজের ফ্লাইটে হারারের উদ্দেশে উড়াল দেবে জাতীয় দলের ক্রিকেটাররা। ৩০ জুলাই দেশ ছাড়বেন তামিম-মাহমুদউল্লাহ-মুশফিকসহ বাকি থাকা ওয়ানডে দলের সদস্যরা।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটে দেশ ছাড়ছে জাতীয় দলের দ্বিতীয় বহর। নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, হাসান মাহমুদ ও টিম ম্যানেজার নাফিস ইকবাল দেশ ছেড়েছেন সোমবার প্রথম বহরে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মতো জিম্বাবুয়ে মিশনে দলের সঙ্গে থাকছেন না কোনো নির্বাচক। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন না গেলেও জিম্বাবুয়ে সিরিজে তিনি দলের সঙ্গে থাকবেন।

মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারওয়েজের ফ্লাইটে হারারের উদ্দেশে উড়াল দেবে জাতীয় দলের ক্রিকেটাররা। ৩০ জুলাই দেশ ছাড়বেন তামিম-মাহমুদউল্লাহ-মুশফিকসহ বাকি থাকা ওয়ানডে দলের সদস্যরা।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড- মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং পারভেজ হোসেন ইমন।

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি ম্যাচের সূচি

১ম টি-টোয়েন্টি- ৩০ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব, বিকেল ৫টা

২য় টি-টোয়েন্টি- ৩১ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব, বিকেল ৫টা

৩য় টি-টোয়েন্টি- ২ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাব, বিকেল ৫টা

এ বিভাগের আরো খবর