ওয়ানডে সিরিজে লড়াই করে হারলেও টি-টোয়েন্টিতে সাদামাটা খেলে সিরিজ শেষ করেছে স্বাগতিক আয়ারল্যান্ড। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কিউইদের কাছে ক্লিনসুইপ হয়েছে আইরিশরা।
বেলফাস্টের স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। নিজেদের ঘরের মাঠে ১৭৪ রান করেও ব্ল্যাক ক্যাপদের কাছে তাদের হারতে হয়েছে ৬ উইকেটে।
ওপেনার পল স্টার্লিং ২৯ বলে ৪০ করে আউটের আগে অধিনায়ক বালবির্নি ১৬ বলে ১০ রান করেন। পল তার ৪০ রানের ইনিংসে তিনটি চার ও তিনটি ছয় মারেন। এ ছাড়া উইকেটরক্ষক ব্যাটার লোরকান টোকার ও হ্যারি টেক্টর যথাক্রমে ২৮ ও ২৩ রান করেন।
শেষ দিকে আইরিশদের আরেক ব্যাটার মার্ক অ্যাডায়ারের ১৫ বলে ৩৫ রানের মারকুটে ইনিংসে ভর করে কিউইদের ১৭৪ রানের টার্গেট দেয় আয়ারল্যান্ড।
নিউজিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন ব্লেয়ার থিকনার ও ইশ সোধি।
জয়ের জন্য ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৫ রানে তিন উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে অধিনায়ক মিচেল স্যান্টনারের দল, তবে ড্যারেল মিচেল আর গ্লেন ফিলিপসের ৫৩ বলে ৮২ রানের জুটিতে জয়ের পথ খুঁজে পায় সফরকারীরা।
মিচেল ৩২ বলে ৩৮ রান করে আউট হলে জেমস নিশাম জুটি গড়েন ফিলিপসের সঙ্গে। নিশামের ৬ বলে ২৩ রানের মারকুটে ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।
৪৪ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন ফিলিপস। এক ওভার হাতে রেখে ৪ উইকেট হারিয়ে ১৮০ রান করে নিউজিল্যান্ড।
আয়ারল্যান্ডের পক্ষে জশ লিটল নেন দুই উইকেট। তা ছাড়া জর্জ ডকরেল ও ক্রেইগ ইয়াং নেন একটি করে উইকেট।