বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় নেই দে পলের

  •    
  • ২২ জুলাই, ২০২২ ১৩:১৮

আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন আদুল নিশ্চিত করেছেন, দে পলের বিরুদ্ধে করা মামলাটি কাতার বিশ্বকাপের আগেই নিষ্পত্তি হবে।

গত বছর আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ে দারুণ ভূমিকা ছিল রদ্রিগো দে পলের। সেই ধারাবাহিকতায় কাতার বিশ্বকাপেও দলের অন্যতম ভরসা ছিলেন তিনি, তবে স্ত্রীর করা মামলার কারণে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সংশয় জাগে।

আর্জেন্টিনার রেডিও ওরবানাকে দেয়া সাক্ষাৎকারে বৃহস্পতিবার পল বলেন, মামলায় শাস্তি হতে পারে তার। এ কারণে তিনি হয়তো কাতার বিশ্বকাপে যোগ দিতে দিতে পারবেন না। কেননা নিয়ম অনুযায়ী এমনটাই হওয়ার কথা।

আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন আদুল নিশ্চিত করেছেন, দে পলের বিরুদ্ধে করা মামলাটি কাতার বিশ্বকাপের আগেই নিষ্পত্তি হবে।

পলের সাবেক স্ত্রীর সঙ্গে বিয়েবিচ্ছেদের পরই মূলত দুজনের মধ্যে জটিলতা শুরু হয়। সন্তান লালন-পালন নিয়ে বাধে সংঘর্ষ।

এ জটিলতা না কাটায় ঘটনা শেষ পর্যন্ত গড়ায় আদালতে। সন্তানদের খরচের জন্য মাসে ৩০ হাজার ইউরোসহ বেশ কিছু দাবি নিয়ে পলের স্ত্রী কামিলা আদালতের শরণাপন্ন হন।

এই সংকট দ্রুতই কেটে যাবে বলে আশাবাদী আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লাদিও তাপিয়া। তিনি বলেন, ‘আমার মনে হয় না কোনো বাবা তার সন্তানকে অধিকার থেকে বঞ্চিত করবে; প্রাপ্যটা তার সন্তানেরা পাবেই। আমি তাদের অনেক দিন ধরেই চিনি।

‘আমি এটাও জানি সন্তানদের প্রতি পলের কী আবেগ। আশা করছি সঠিকভাবেই তা সমাধান হবে।’

এ বিভাগের আরো খবর