ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ঠিক আগ মুহূর্তে হুট করে টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান মুমিনুল হক। অধিনায়কত্বের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের পারফরম্যান্সের দিকে নজর দিতে পারছিলেন না বলে জানান তৎকালীন অধিনায়ক।
টেস্ট সিরিজে ব্যাক টু ব্যাক বাজে পারফরম্যান্সের কারণে আগেই মুমিনুলকে সরিয়ে দেয়ার গুঞ্জন উঠেছিল। যা পরে সত্য হয়।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর একইভাবে গুঞ্জন উঠেছে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে। সমালোচনার কাঠগড়ায় তাকে দাঁড় করানো হয়েছে টি টোয়েন্টি ম্যাচে ব্যাক টু ব্যাক পরাজয় ও ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য।
ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন চলছে, রিয়াদকে সরিয়ে দেয়ার পথে বিসিবি। আর নতুন অধিনায়কের দৌড়ে আছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসান সোহান।
আসন্ন জিম্বাবুয়ে সিরিজে সাকিব ছুটিতে থাকায় রিয়াদের বদলে অন্য কেউ দায়িত্ব পেতে পারেন বলে জোর আলোচনা চলছে। তবে বোর্ডের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি।
আপাতত সিদ্ধান্ত না হলেও টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে নেতৃত্ব দিতে বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেখা যাবে বলে ধরে নিয়েছেন অনেকে। রিয়াদকে সরিয়ে দিলে জিম্বাবুয়ে সিরিজের অধিনায়কত্ব বর্তাতে পারে মিরাজ অথবা সোহানের ওপর। যদিও সবকিছুই এখনও গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ।
তবে বারবার অধিনায়ক পরিবর্তনের বিষয়টি ভালোভাবে দেখছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘এত ঘনঘন অধিনায়ক পরিবর্তন একেবারেই ঠিক না। তবে এখানে অন্য বিষয়ও আছে। অধিনায়ক হওয়ার পর যদি পারফরম্যান্স দিন দিন খারাপ হতে থাকে, তাহলে তো সমস্যা। অধিনায়ক হবে, রান পাবে না, বোলিং পারবে না, তা তো হবে না। এটাও যেমন ঠিক, তেমনি ঘনঘন অধিনায়ক পরিবর্তন করাটাও ভালো ইঙ্গিত বহন করে না।’