বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

র‍্যাঙ্কিং আর্চারির রিকার্ভে সেরা রোমান ও বিউটি

  •    
  • ২১ জুলাই, ২০২২ ১৯:১৬

পুরুষদের রিকার্ভ এককে পুরুষ দ্বিতীয় হয়েয়ছেন মোহাম্মদ ফয়সাল। রিকার্ভ নারী এককে দ্বিতীয় হয়েছেন দিয়া সিদ্দিকী। কম্পাউন্ড পুরুষ এককে মোহাম্মদ আশিকুজ্জামান প্রথম ও সোহেল রানা দ্বিতীয় হন। কম্পাউন্ড নারী এককে শ্যামলী রায় প্রথম ও সুমা বিশ্বাস দ্বিতীয় স্থান অর্জন করেন।

ন্যাশনাল র‌্যাংকিং ওপেন আর্চারি টুর্নামেন্ট থ্রিতে রিকার্ভ পুরুষ এককে সেরা হয়েছে রোমান সানা। একই ইভেন্টে নারীদের বিভাগের সেরা হয়েছেন বিউটি রায়। বৃহস্পতিবার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্মাস্টার স্টেডিয়ামে দিনব্যাপি এ টুর্নামেন্টে রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে ৬১জন পুরুষ ও মহিলা আর্চার র‌্যাংকিংয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।পুরুষদের রিকার্ভ এককে পুরুষ দ্বিতীয় হয়েয়ছেন মোহাম্মদ ফয়সাল। রিকার্ভ নারী এককে দ্বিতীয় হয়েছেন দিয়া সিদ্দিকী। কম্পাউন্ড পুরুষ এককে মোহাম্মদ আশিকুজ্জামান প্রথম ও সোহেল রানা দ্বিতীয় হন। কম্পাউন্ড নারী এককে শ্যামলী রায় প্রথম ও সুমা বিশ্বাস দ্বিতীয় স্থান অর্জন করেন।রিকার্ভ পুরুষ এককের ফাইনালে বাংলাদেশ আনসারের রোমান সানা ৬-০ সেটে আর্মি আর্চারি ক্লাবের ফয়সালকে হারান। একই ইভেন্টের নারী এককে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের বিউটি রায় ৬-০ সেটে বিকেএসপির দিয়া সিদ্দিকীকে হারিয়েছে।

কম্পাউন্ড পুরুষ এককে পুলিশ আর্চারি ক্লাবের মোহাম্মদ আশিকুজ্জামানকে ১৪৪-১৪২ স্কোরে আর্মি আর্চারি ক্লাবের সোহেল রানাকে আর কম্পাউন্ড নারী এককে পুলিশ আর্চারি ক্লাবের শ্যামলী রায় ১৪৩-১৩৯ স্কোরে বাংলাদেশ আনসারের সুমা বিশ্বাসকে হারিয়েছেন।

এ বিভাগের আরো খবর