বাংলাদেশের প্রথম পেশাদার বক্সিং টুর্নামেন্ট ‘ফাইট নাইট’ আয়োজিত হয় ১৯ মে। বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশন আয়োজিত এ আসর ক্রীড়া প্রেমীদের মাঝে ব্যপক সাড়া জাগায়। প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে সুর কৃষ্ণ চাকমা ও আল আমিন নেপালের দুই বক্সারকে হারিয়ে নিজেদের ম্যাচে জয়লাভ করেন।
দেশের বক্সারদের আন্তর্জাতিক পর্যায়ে উন্নতির ধারাবাহিকতায় বাংলাদেশে বক্সিং ফাউন্ডেশনের উদ্যোগে আবারও আয়োজন করা হচ্ছে ফাইট নাইট। ছোট পরিসরে পেশাদার এ আয়োজনে এবার থাকছেন স্থানীয় পর্যায়ের বক্সাররা।
কিংবদন্তির বক্সার মোহাম্মদ আলী ও জর্জ ফোরম্যানের বিখ্যাত ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ অনুসরণে ফাইট নাইটের এবারের পর্বের নাম রাখা হয়েছে ‘রাম্বল ইন গুলিস্তান’। ২৯ জুলাই ঢাকার গুলিস্তানের মোহাম্মদ আলী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ফাইট।
প্রতিযোগিতায় দেশের শীর্ষ ১০ বক্সার তারকা অংশ নেবেন। বিভিন্ন ওজন শ্রেণিতে ৪ রাউন্ড করে ৫টি বাউট অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের জন্য থাকছে ম্যাচ ফি ও চ্যাম্পিয়নদের দেয়া হবে বিশেষ সম্মানী। প্রাইজ মানি কত হবে এখনো জানায়নি বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশন।
প্রতিযোগিতায় ফেদারওয়েট শ্রেণিতে লড়াই করবেন বাবুল রেজা ও আমিনুল ইসলাম, সুপার ব্যানটমওয়েটে ফাইট করবেন আবু তালহা হৃদয় ও সাব্বির ইসলাম, সুপার ফ্লাইওয়েটে ফাইট করবেন মো. উৎসব আহমেদ ও আবু বক্কর সিদ্দিক, ওয়েল্টারওয়েটে ফাইট করবেন আল আমিন ও মুনতাহা উল হক এবং লাইট হেভিওয়েটে ফাইট করবেন আরিফ হোসেন ও জাহিদুল ইসলাম।