পিঠের চোট সেরে না উঠায় জিম্বাবুয়ে সফর থেকে বাদ পরছেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটার ইয়াসির আলি। এদিকে অলরাউন্ডার বোলার সাইফউদ্দিন চোট কাটিয়ে ৮ মাস পর দলে ফিরেও যেতে পারেননি সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে। এবার আসন্ন জিম্বাবুয়ে সিরিজ থেকেও বাদ পড়তে পারেন আগের চোটের কারণেই।
১০ জুন অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের অনুশীলন ম্যাচে ইয়াসির আলি ইনজুরিতে পড়েন। এমআরআই করার পর সিরিজের কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেন তিনি। ব্যাক পেইনের চোট নিয়ে এখন তিনি রয়েছেন বিসিবির মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে।
ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের সদস্য হাবিবুল বাশার বলেন, ‘চোটের কারণে ইয়াসির সম্ভবত জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারবেন না। তবে আমরা আশা করছি এশিয়া কাপের আগেই সে পুরোপুরি ফিট হয়ে যাবে, সেখানে হয়ত আমরা তাকে পাবো।’
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, তারা এখন অপেক্ষায় আছেন ইয়াসির কবে রিহ্যাব শুরু করবেন। রিহ্যাবে না আসা পর্যন্ত চোটের অগ্রগতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে না বলে মনে করেন তিনি।
এদিকে বাংলাদেশের পেইস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন জানান, তিনি আসন্ন এশিয়া কাপের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান। আগের চোট সেরে না ওঠায় হয়ত চলতি মাসে জিম্বাবুয়ে সিরিজে তাকে নাও দেখা যেতে পারে।
মিরপুরে সোমবার সাংবাদিকদের সাইফউদ্দিন বলেন, ‘এ বিষয়ে সবকিছু যদি পরিকল্পনা অনুযায়ী চলে, তাহলে আমি আমার চোটের অগ্রগতি মূল্যায়ন করতে ভারতে যাবো। সম্ভবত জিম্বাবুয়ে সফরের জন্য আমাকে রাখা হবে না। তবে নির্বাচকরা আমাকে ডেকেছিলেন এবং এশিয়া কাপকে মাথায় রেখে পরিকল্পনা করতে বলেছেন তারা।’
বাংলাদেশ ২৭ জুলাই জিম্বাবুয়ে সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা রয়েছে।