আগামী ৫ বছর নিজেদের প্রিয় ফরম্যাটে সবচেয়ে বেশি মাঠে নামা হবে বাংলাদেশের। ২০২৩-২৭ সাল পর্যন্ত সূচিতে ৫৯টি ওয়ানডে খেলবে বাংলাদেশ।
সোমবার প্রকাশিত ফিউচার ট্যুর প্ল্যানে এমনটাই জানিয়েছে আইসিসি। ৫৯ ওয়ানডের পাশাপাশি বাংলাদেশ এই সময়ে খেলবে ৩৪টি টেস্ট ও ৫১টি টি-টোয়েন্টি। সব মিলিয়ে আগামী চার বছর বাংলাদেশ খেলবে মোট ১৪৪টি ম্যাচ।
বাংলাদেশ ছাড়া কেবল শ্রীলঙ্কা খেলবে পঞ্চাশের বেশি ওয়ানডে। আগামী ৫ বছর তারা খেলবে ৫৮টি ওয়ানডে।
২০২৩-২৭ সূচিতে সবচেয়ে বেশি টেস্ট খেলবে ইংল্যান্ড। এ সময় ইংলিশরা সাদা পোশাকে খেলবে ৪২টি ম্যাচ। দ্বিতীয় সর্বোচ্চ ৪২টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া আর ভারত খেলবে ৩৮টি ম্যাচ। আর বাংলাদেশের সুযোগ হয়েছে ৩৪ ম্যাচ খেলার।
চলতি চক্রে বাংলাদেশ ৩০ টেস্টের ভেতর এরই মধ্যে ২৮টি শেষ হয়েছে। বাকি থাকা দুই টেস্ট হবে চলতি বছরের শেষে ভারতের বিপক্ষে।
২০২৩ থেকে ২৭ সাল পর্যন্ত সূচিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ; ১৪৬টি। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ খেলবে ১৪৪টি।
২০২৩-২৫ সালের সূচিতে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ৬টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে।
এর ভেতর ঘরের মাঠে বাংলাদেশ লড়বে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে। অপরদিকে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে তাদের মাঠে খেলবে টাইগাররা।
২০২৫-২৭ চক্রে ঘরের মাঠে বাংলাদেশ লড়বে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। আর অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার মাঠে খেলতে যাবে টাইগাররা।