বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অজি আক্ষেপ ঘুচছে বাংলাদেশের

  •    
  • ১৬ জুলাই, ২০২২ ২২:০১

সবশেষ অজিদের মাঠে সাদা পোশাকে বাংলাদেশ খেলেছে ২০০৩ সালে। বড় দলগুলোর বিপক্ষে এই সময়ের ভেতর টেস্ট খেললেও অস্ট্রেলিয়ার বিপক্ষে লম্বা সময় ধরে টেস্ট না খেলার আক্ষেপ রয়েই গেছে বাংলাদেশের।

বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ২২ বছরে মাত্র দুইবার টেস্ট খেলার সুযোগ হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সবশেষ অজিদের মাঠে সাদা পোশাকে বাংলাদেশ খেলেছে ২০০৩ সালে। বড় দলগুলোর বিপক্ষে এই সময়ের ভেতর টেস্ট খেললেও অস্ট্রেলিয়ার সঙ্গে লম্বা সময় ধরে টেস্ট না খেলার আক্ষেপ রয়েই গেছে বাংলাদেশের।

অবশেষে দীর্ঘ সময় পর ঘুচতে যাচ্ছে সেই আক্ষেপ। ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্টটি হবে অস্ট্রেলিয়ার মাটিতেই।

শনিবার আইসিসির ফিউচার ট্যুর প্ল্যানে টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচিতে এমনটাই জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

পাশাপাশি আরও একটি সুখবর রয়েছে বাংলাদেশের জন্য। ২০১৬ সালের পর প্রথমবারের মতো টেস্ট খেলতে একই মৌসুমে বাংলাদেশে আসবে ইংল্যান্ড। এটিও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজ।

সূচি অনুযায়ী, ২০২৩-২৫ চক্রে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ছয়টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। এর ভেতর ঘরের মাঠে বাংলাদেশ লড়বে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে। অপরদিকে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে তাদের মাঠে খেলবে টাইগাররা।

এদিকে ২০২৫-২৭ চক্রে ঘরের মাঠে বাংলাদেশ লড়বে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। আর অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার মাঠে খেলতে যাবে টাইগাররা।

এ বিভাগের আরো খবর