বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২২২ রানে অল আউট শ্রীলঙ্কা

  •    
  • ১৬ জুলাই, ২০২২ ২১:০৯

প্রথম দিন শেষে দুই উইকেটের খরচায় পাকিস্তানের সংগ্রহ ২৪ রান। স্বাগতিকদের চেয়ে এখনও ১৯৮ রানে পিছিয়ে বাবর আজমের দল। ৩ রানে অপরাজিত থেকে দিন শেষে করেছেন আজহার আলি। উইকেটের অপরপ্রান্তে তার সঙ্গী ১ রান করা বাবর আজম।

সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই অল আউট হয়ে গেছে শ্রীলঙ্কা। ২২২ রানে অল আউট হলেও দিন শেষ হওয়ার আগেই তারা তুলে নিয়েছে পাকিস্তানের দুই উইকেট।

প্রথম দিন শেষে দুই উইকেটের খরচায় পাকিস্তানের সংগ্রহ ২৪ রান। স্বাগতিকদের চেয়ে এখনও ১৯৮ রানে পিছিয়ে বাবর আজমের দল। ৩ রানে অপরাজিত থেকে দিন শেষে করেছেন আজহার আলি। উইকেটের অপরপ্রান্তে তার সঙ্গী ১ রান করা বাবর আজম।

গলে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। দলীয় ১১ রানেই স্বাগতিকরা হারায় ওপেনার দিমুথ কারুনারত্নকে। এরপর ইনিংস মেরামতের দায়িত্বভার কাঁধে তুলে নেন ওশাদা ফার্নান্দো ও মুশল মেন্ডিস।

কিন্তু দলীয় ৬০ রানে মেন্ডিসের বিদায়ের পর ভেঙ্গে পড়ে লঙ্কানদের ব্যাটিং লাইন আপ। স্কোরবোর্ডে ৫৩ রান যোগ করতেই সাজঘরে ফিরে যান আরও ৫ ব্যাটার।

মেন্ডিস ফেরেন ব্যক্তিগত ২১ রানে। তার বিদায়ের রেশ কাটতে না কাটতেই সাজঘরে ফেরার মিছিলে যোগ দেন ওশাদা ফার্নান্দো (৩৫), অ্যাঞ্জেলো ম্যাথিউস (০), ধনঞ্জয় ডি সিলভা (১৪), ও নিরোশান ডিকভেলা (৪)।

তবে উইকেটের একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান দীনেশ চান্ডিমাল। ব্যক্তিগত অর্ধশতক তুলে নেয়ার পর ৭৬ রানে তাকে সাজঘরের পথ দেখিয়ে দেন হাসান আলি।

লঙ্কান ব্যাটারদের মধ্যে শেষদিকে আর কেউ তেমন কার্যকরী ভূমিকা রাখতে পারেননি। শেষদিকে মাহেশ থিকসানার ৩৮ রানের ইনিংসে ভর করে পাকিস্তানের সামনে ২২২ রানের পুঁজি দাঁড় করায় শ্রীলঙ্কা।

পাকিস্তানের হয়ে চার উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। দুটি করে উইকেট নেন হাসান আলি ও ইয়াসির শাহ। আর একটি করে উইকেট যায় নাসিম শাহ ও মোহাম্মদ নেওয়াজের ঝুলিতে।

জবাবে দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে ইনিংসের সপ্তম ওভারেই ইমাম উল হককে হারায় পাকিস্তান। ২ রানে কাসুন রাজিথার শিকার বনে তিনি যখন মাঠ ছাড়েন সে সময় দলের স্কোর ১২ রান।

ইনিংসের পঞ্চদশ ওভারে পাক শিবিরে দ্বিতীয় আঘাত হানেন প্রবাথ জয়সুরিয়া। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ১৩ রানে মাঠ ছাড়া করেন ওপেনার আবদুল্লাহ শফিককে। এর ফলে ২১ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে সফরকারীদের।

এরপর দিনের বাকি সময়টাতে আর বিপদ হয়নি পাকিস্তানের। আজহার আলি ও বাবর আজম মিলে ২৪ রান তুলে শেষ করেন দিনের খেলা।

এ বিভাগের আরো খবর