কয়েক সপ্তাহ ধরেই ক্রিস্টিয়ান এরিকসেননের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়া নিয়ে চলছে আলোচনা। মৌখিক চুক্তির মাধ্যমে আগেই জানা গেছে, তিনি যোগ দিচ্ছেন ইংলিশ ক্লাব ম্যানইউতে।
এরিকসেনের সঙ্গে গেল মৌসুমে চুক্তি নবায়ন করেনি ব্রেন্টফোর্ড। এরপর থেকেই ম্যানইউতে যাওয়ার ইচ্ছা ছিল তার। ফ্রি এজেন্ট হয়ে ক্লাবটিতে খেলার অপেক্ষায় ছিলেন তিনি।
এবার ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, তিন বছরের চুক্তিতে যোগ দিয়েছেন এরিকসেন। নতুন মৌসুম থেকেই তাকে দেখা যাবে ক্রিস্টিয়ানো রোনালডোদের সঙ্গে রেড ডেভিলদের জার্সিতে।
স্থানীয় সময় শুক্রবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি এরিকসেনকে দলে নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। চুক্তি সইও হয়ে গেছে।
নতুন ম্যানেজার এরিক টেন হাখ ম্যানইউতে যোগ দেয়ার পর এরিকসেন দলে যোগ দেয়া দ্বিতীয় নতুন সদস্য।
ম্যানইউর ওয়েবসাইটে শুক্রবার দেয়া বিবৃতিতে এরিকসেন জানান, ক্লাবটির সঙ্গে যোগ দিতে পেরে তিনি ভীষণ উচ্ছ্বসিত ।
এরিকসেন বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড একটি বিশেষ ক্লাব এবং দলটির হয়ে মাঠে নামতে আমি মুখিয়ে আছি। বহুবার ওল্ড ট্র্যাফোর্ডে খেলার সৌভাগ্য হয়েছে আমার, কিন্তু ইউনাইটেডের লাল জার্সিতে খেলাটা আমার জন্য অসাধারণ অনুভূতির হবে।’
এর আগে গত বছর ইউরো কাপের ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। দ্রুত হাসপাতালে নেয়া হলে বেঁচে যান তিনি। সে সময় অনেকে ভেবেছিলেন হয়তো ক্যারিয়ারের ইতি টানবেন এ খেলোয়াড়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রূপকথার গল্পের মতো তিনি ফেরেন ফুটবলে।
নতুন করে ফুটবল শুরু করলেও পুরনো ক্লাব ইন্টার মিলানে খেলার সু্যোগ হয়নি ডেনিশ এ ফুটবলারের। হৃদরোগ সংক্রান্ত শারীরিক সমস্যার কারণে নিয়ম অনুযায়ী বাদ পড়েন ইতালির চ্যাম্পিয়ন এই ক্লাব থেকে।
পরে এরিকসেনকে নতুন করে ফুটবলে ফেরার সুযোগ করে দেয় ইংলিশ প্রিমিয়ার লিগের দল ব্রেন্টফোর্ড। গত জানুয়ারিতে ক্লাবটির হয়ে ১১ ম্যাচ খেলে একটি গোল করেন ও চারটিতে অ্যাসিস্ট করেন তিনি।