বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অভিষেকের অপেক্ষায় এবাদত

  •    
  • ১৪ জুলাই, ২০২২ ২২:২৫

সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় তৃতীয় ম্যাচের আগে বেশ নির্ভার জাতীয় দলের ওয়ানডে দলপতি তামিম ইকবাল। আর সে কারণেই শেষ ম্যাচে তিনি বেঞ্চের শক্তি পরখ করার ইঙ্গিত দিয়ে রেখেছেন। এ সুযোগে মাঠে দেখা যেতে পারে দলের সঙ্গে থাকা এবাদত হোসেন ও এনামুল হক বিজয়কে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি এখন কেবল আনুষ্ঠানিকতার অংশ। সেই আনুষ্ঠানিকতার ম্যাচে শনিবার মাঠে নামবে বাংলাদেশ।

ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় আনুষ্ঠানিকতার ম্যাচের আগে স্বভাবতই বেশ নির্ভার জাতীয় দলের ওয়ানডে দলপতি তামিম ইকবাল। আর সে কারণেই শেষ ম্যাচে তিনি সাইড বেঞ্চের শক্তিমত্তা পরখ করার ইঙ্গিত দিয়ে রেখেছেন দ্বিতীয় ম্যাচের শেষেই।

সেই হিসেবে একাদশে জায়গা করে নিতে পারেন সীমিত ওভারের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা এবাদত হোসেন। একাদশে জায়গা করে নেয়ার মধ্য দিয়ে তার সম্ভাবনা জেগেছে রঙিন পোশাকে অভিষিক্ত হওয়ার।

পাশাপাশি সম্ভাবনা আছে এনামুল হক বিজয়ের দুই বছর পর জাতীয় দলের হয়ে ওয়ানডেতে মাঠে নামার। তাকেও দলে ডাকার পর মাঠে নামাতে অপেক্ষমান রাখা হয়েছে।

তামিম বলেন, ‘আমার কাছে মনে হয়, সময় এসেছে বেঞ্চ স্ট্রেন্থ দেখার। যখন পয়েন্টের খেলা হয় তখন এসবের খুব বেশি সুযোগ থাকে না। কিন্তু সিরিজে যখন এমন সুবিধাজনক অবস্থা থাকে, তখন যারা আগের খেলেনি বা অনেক দিন ধরে দলে আছে তাদের সুযোগ দেয়া দরকার।’

তিনি আরও বলেন, ‘এখন যদি আমরা বেঞ্চ স্ট্রেন্থ না দেখি, তাহলে দেখবটা কখন? পরের ম্যাচে হয়তো এমন দেখতে পারেন, যারা আগে খেলেনি তারা খেলছে।’

জাতীয় দলের হয়ে ১৭টি টেস্ট খেলে ফেললেও রঙিন পোশাকে মাঠে নামা হয়নি এবাদত হোসেনের। অপরদিকে ডিপিএলের চলতি আসরের সর্বোচ্চ ও রেকর্ড রান সংগ্রাহক বিজয় বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবশেষ মাঠে নেমেছিলেন ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।

তৃতীয় ও শেষ ওয়ানডেতে তামিমের ইঙ্গিতমতো যদি একাদশে পরিবর্তন আসে তাহলে এই দুইজনের খেলার সম্ভাবনা প্রবল।

এ বিভাগের আরো খবর