৩ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক দল ওয়েস্ট ইন্ডিজ। সে হিসেবে উইকেটের সুবিধা পাওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু দ্বিতীয় ম্যাচে দেখা গেল গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের পিচ মিরপুরের মত মন্থর ও টার্নিং সহায়ক।
যে কারণে সফরকারী দল হয়েও দুই হাতে উইকেটের সুবিধা লুটেছে তামিম ইকবালের দল। ঘরের মতো লো ও টার্নিং উইকেটে বিধ্বংসী হয়ে ওঠেন মিরাজ-নাসুমরা। টাইগার স্পিনারদের এড়িয়ে উইন্ডিজ কোনোরকমে দলীয় শতক পার হয়।
বাংলাদেশের দুই স্পিনার মেহেদী মিরাজ ২৯ রান খরচায় নেন ৪ উইকেট। আরেক স্পিনার নাসুম আহমেদ ১৯ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। নাসুম-মেহেদি দুজন মিলে শিকার করেন ৭ ইউকেট। ম্যাচ সেরা হন নাসুম।
বিদেশের মাটিতে দেশের মতো উইকেট পেয়ে উচ্ছ্বসিত হওয়ার কথা তামিম ইকবালের। তবে তামিমকে উইকেট নিয়ে তেমন আনন্দিত হতে দেখা গেল না। টাইগার অধিনায়ক উলটো প্রভিডেন্সের উইকেটকে বাংলাদেশের থেকেও খারাপ আখ্যা দিলেন।
তামিম ম্যাচ শেষে বৃহস্পতিবার বলেন, ‘সত্যিকার অর্থে এই উইকেটে এভাবে বিচার করা ঠিক হবে না। এটা মিরপুরের থেকেও বাজে উইকেট। এখানে কখন কোন ডেলিভারিতে আপনি আউট হয়ে যাবেন সেটা কেউ জানে না। শেষ দুই ম্যাচে এটা বোঝা গেছে। ১০০ আর ১৫০ রানের দুইটা খেলা দেখলেই বোঝা যায়। তাই এই জায়গায় আমি আসলে কোনো দলকে বিচার করতে চাই না।’
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচও হবে একই ভেন্যুতে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে খেলা।