বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ২০১৮ সালের পর থেকে একবারের জন্যও জয়ের দেখা পায়নি ওয়েস্ট ইন্ডিজ। সেই ধারা অব্যাহত রেখে রোববার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেও ৬ উইকেটে হারতে হয়েছে ক্যারিবীয়দের।
টেস্ট ও টি-টোয়েন্টিতে দাপট দেখালেও ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ধুঁকছে স্বাগতিকরা। সিরিজের প্রথম ম্যাচে টাইগার বোলারদের বোলিং তোপে মাত্র ১৪৯ রানে থেমে যেতে হয় ক্যারিবীয়দের। বিপরীতে বাংলাদেশের মাত্র ৪ ব্যাটারকে সাজঘরে ফেরাতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। আর সেই সুবাদে ৫৫ বল হাতে রেখে জয়ের বন্দরে তরী ভেরায় টাইগাররা।
দুই দলের মুখোমুখি পরিসংখ্যান ও হেড টু হেড পারফরম্যান্সে যোজন যোজন দূরে অবস্থান করলেও এখনও সিরিজ জয়ের আশা ছাড়ছেন না উইন্ডিজ দলপতি নিকোলাস পুরান। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে রাখতে চান তিনি।
সোমবার দলীয় অনুশীলন শেষে সংবাদসম্মেলনে এমনতাই জানান উইন্ডিজ দলপতি।
পুরান বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমরা শেষ কয়েকটি ওয়ানডে সিরিজে হেরেছি। তবে আমার মনে হয় ১-০-তে পিছিয়ে থাকলেও এই সিরিজটা আমরা জিতব। আমরা হারের থেকে শিক্ষা নিতে ম্যাচটা নিয়ে ভেবে দেখব। পরের ম্যাচের জন্য পরিকল্পনা করব। আমি আশাবাদী আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব।’
সিরিজের প্রথম ওয়ানডেতে পাওয়ার প্লের পুরোটাই কাজে লাগাতে ব্যর্থ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর বল হাতে ব্যর্থ হয়েছেন বোলাররা। দ্বিতীয় ওয়ানডেতে এই চ্যালেঞ্জকে পাশ কাটিয়ে ভালো কিছু করতে চান পুরান।
তিনি বলেন, ‘স্কোরবোর্ডে আমরা যথেষ্ট রান তুলতে পারিনি। ১৭৫ যদি করতে পারতাম, তাহলে ম্যাচটা কোনদিকে যেত সেটা দেখার বিষয় ছিল। পাওয়াত প্লে-তে আমরা ভালো ব্যাটিং করিনি। স্পিনাররা উইকেট নিতে পারেনি। তবে এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আমাদের খুঁজে নিতে হবে কীভাবে আমরা ওয়ানডেটা খেলব।’
১৩ জুলাই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় মাঠে গড়াবে ম্যাচটি।