বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তে বড় ধাক্কা খেয়েছে স্বাগতিকরা। করোনা পজিটিভ হয়ে দল থেকে ছিটকে গিয়েছেন ক্যারিবীয় পেইসার কিমো পল।
রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
পলের ছিটকে যাওয়ার কারণে দলে জায়গা করে নিয়েছেন আরেক পেইস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড। ওয়ানডে সিরিজে রিজার্ভ দলে ছিলেন এই অলরাউন্ডার। একই সঙ্গে রিজার্ভ দলে জায়গা হয়েছে ওডেন স্মিথের।
টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন শেফার্ড। তিন ম্যাচে তিনি ঝুলিতে পুরেছিলেন ৬ উইকেট।
রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি। একই ভেন্যুতে ১৩ ও ১৬ জুলাই হবে সিরিজের বাকি দুটি ওয়ানডে।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ (অধিনায়ক), কাইল মায়ার্স, শামরহ ব্রুকস, কেসি কার্টি, নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, আকিল হোসেন, আলজারি জোসেফ, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোতি ও জেইডেন সিলস।