তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় সফরকারী ভারত। দ্বিতীয় ম্যাচে ইংলিশদের ৪৯ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত।
বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে ভারত।জবাবে ব্যাট করতে নেমে ১২১ রানে গুটিয়ে যায় ইংলিশরা।
টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৪৯ রানে ভারতের প্রথম উইকেটের পতন ঘটে। উদ্বোধনী জুটি ভেঙে ২০ বলে ৩১ রান করে আউট হন রোহিত শর্মা।
আড়াই বছর ধরে ফর্মে না থাকা বিরাট কোহলি আউট হন এক রান করে। আরেক ওপেনার রিশভ পান্ট ১৫ বলে ২৬ রান করে আউট হলে সাময়িক বিপর্যয়ে পড়ে ভারত। এ তিন জনই রিচার্ড গ্লেসনের শিকারে পরিণত হন।
ইংল্যান্ডের আরেক বোলার ক্রিস জর্ডান একাই নেন ৪ উইকেট। পরে রবীন্দ্র জাদেজার ২৯ বলে ৪৬ রানের ইনিংসে ভর করে ইংলিশদের ১৭১ রানের টার্গেট দেয় রোহিত শর্মার দল।
জবাব ব্যাট করতে নেমে শূন্য রানে জেসন রয়কে ফেরান ভুবনেশ্বর কুমার। তারপর দলীয় ১১ রানে বাটলারকে হারিয়ে বড় ধাক্কা খায় ইংল্যান্ড। ৫ বলে ৪ রান করা জশ বাটলারকেও ফেরান ভুবনেশ্বর কুমার।
এর পর আর ম্যাচে ফিরতে পারেনি ইংল্যান্ড। মঈন আলির ৩৫ রান ও ডেভিট উইলির ৩৩ রান ছাড়া ব্যাটিংয়ে আর কেউ সুবিধা করতে পারেননি। সবশেষ ১৭তম ওভারেই ১২০ রান করে অলআউট হয় বাটলারের দল।
ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার শিকার করেন তিন উইকেট। বুমরাহ ও চাহাল তুলে নেন দুটি করে উইকেট। পান্ডিয়া ও পাটেল শিকার করেন একটি করে উইকেট।