বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুইস কোর্টে নির্দোষ ব্লাটার ও প্লাতিনি

  •    
  • ৮ জুলাই, ২০২২ ২০:৪৯

২০১৫ সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ফিফায় জালিয়াতি, ঘুষ ও টাকা পাচারের তদন্ত শুরু করলে পদত্যাগ করেছিলেন ব্লাটার। পরে ব্লাটার–প্লাতিনিকে ফুটবল থেকে নিষিদ্ধ করা হয় আট বছরের জন্য।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার ও ইউয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনিকে দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দিয়েছে সুইজারল্যান্ডের আদালত। শুক্রবার তাদের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো খারিজ করে দেয় ওই আদালত।

১৭ বছর ফিফাকে নেতৃত্ব দেয়া সাবেক সভাপতি সেপ ব্লাটারের বিরুদ্ধে টাকা জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল। একই অভিযোগে অভিযুক্ত ছিলেন আরেক কর্মকর্তা মিশেল প্লাতিনিও। অবশেষে তাদের বিরুদ্ধে করা অভিযোগের কোনো ভিত্তি না থাকায় দুইজনকে মুক্তি দেয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছিল, ২০১১ সালে ব্লাটার ও প্লাতিনি ফিফা থেকে ২৬ লাখ ডলার জালিয়াতি করেন। পরে সেই অভিযোগের ভিত্তিতে দুজনই নিজ নিজ পদ ছাড়তে বাধ্য হন।

এর পর ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ফিফায় জালিয়াতি, ঘুষ ও টাকা পাচারের তদন্ত শুরু করলে পদত্যাগ করেছিলেন ব্লাটার। এ ছাড়াও ব্লাটার–প্লাতিনিকে ফুটবল থেকে নিষিদ্ধ করা হয় আট বছরের জন্য।

প্লাতিনি সে সময় দাবি করেছিলেন, তিনি যেল ফিফা সভাপতি হতে না পারেন সেই কারণে তার বিরুদ্ধে এমন দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

নির্দোষ প্রমাণিত হওয়ার পর শুক্রবার প্লাতিনি বলেন, ‘যারা আমাকে ভালোবাসে তাদের উদ্দেশে বলতে চাই, সাত বছর আমাকে যে মিথ্যাচারের মধ্য দিয়ে যেতে হয়েছে তা থেকে আজ সুবিচার পেলাম।’

বিচারককেও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আদালতে এ ঘটনা যাওয়ার পর এর সত্যতা বের হয়েছে। যারা এ সত্য খুঁজে বের করেছে এবং আমাকে সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’

নির্দোষ প্রমাণের পর শুক্রবার সংবাদমাধ্যমকে ব্লাটার বলেন, ‘আমি এ লড়াই করেছিলাম অবিচারের বিরুদ্ধে।’

এ বিভাগের আরো খবর