ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ক্লিন সুইপ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৩০ মিনিট দেরিতে গায়ানায় বাংলাদেশ সময় রাত ১২ টায় শুরু হয়েছে ম্যাচ।
ইতোমধ্যেই ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ক্যারিবীয়রা। সিরিজের প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। দ্বিতীয় ম্যাচে লড়াই করেও শেষ পর্যন্ত জয় বাগিয়ে নেয়া সম্ভব হয়নি লাল সবুজের প্রতিনিধিদের। তৃতীয় ও শেষ ম্যাচে জয় বাগিয়ে সিরিজ ড্রয়ের লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে সফরকারীরা।
সিরিজের শেষ ম্যাচের আগেও ছিল বৃষ্টি। যার কারণে ৪৫ মিনিট দেরিতে হয় টস। সব শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত ৩০ মিনিট দেরিতে মাঠে নামছে দুই দল।
সিরিজের শেষ ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন নাসুম আহমেদ। এক পরিবর্তন এসেছে উইন্ডিজ শিবিরেও। কিমো পলের পরিবর্তে মাঠে নামবেন ডমিনিক ড্রেকস।
বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: নিকোলাস পুরান (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, শারমাহ ব্রুকস, রভম্যান পাওয়েল, ডমিনিক ড্রেকস, আকিল হোসেন, রোমারিও শেপার্ড, ওডেন স্মিথ, হেইডেন ওয়ালশ ও ওবেড ম্যাকয়।