জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন-বিএসজেএ আয়োজিত ওয়ালটন স্পোর্টস কার্নিভাল-২০২২ আয়োজনের।
পাঁচ দিনব্যাপী আয়োজনে সাতটি ডিসিপ্লিনে অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নেন।
১১টি ভিন্ন ইভেন্টে পদক পেয়েছেন ১৮ জন প্রতিযোগী, ৪০ পদক ভাগাভাগি করেন। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানারআপ ও তৃতীয় স্থান অধিকারীকে আকর্ষণীয় মেডেল ও অর্থ পুরস্কার দেয়া হয়।
কার্নিভালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফ্রিল্যান্সার মাহাবুব আলম খান। দুটি স্বর্ণ ও দুটি রৌপ্যসহ ১০ পয়েন্ট পেয়েছেন তিনি।
বুধবার জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সমাপণী আয়োজনে পদকজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিএসজেএর সভাপতি এটিএম সাইদুজ্জামান এবং স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ, টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি ও সদস্য সচিব রবিউল ইসলাম।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনির সঞ্চালনায় প্রাণবন্ত অনুষ্ঠানে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএসজেএর সাধারণ সম্পাদক আনিসুর রহমান। তিনি বলেন, ‘বিএসজেএর সদস্যদের জন্য বিনোদন ও হৃদ্যতা তৈরিতে এ কার্নিভালের আয়োজন করা হয়। আশা করছি ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কার্নিভাল আয়োজন করা হবে।’
এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘বাংলাদেশের যে কোনো স্পোর্টসে ওয়ালটন থাকতে চায়। মাদকমুক্ত দেশ গঠনে করপোরেট প্রতিষ্ঠান হিসেবে আমাদের অনেক দায়িত্ব। সুন্দর ও প্রতিযোগিতামূলক এই আয়োজনের জন্য বিএসজেএকে অভিনন্দন। ওয়ালটন পরিবার সবসময় বিএসজেএ’র যেকোনো আয়োজনে সম্পৃক্ত থাকতে চায়। আশা করছি, ভবিষ্যতেও আমাদের এই সুসম্পর্ক আরও দৃঢ় ও মজবুত হবে।’
বিএসজেএ সভাপতি এটিএম সাইদুজ্জামান বলেন, ‘আমাদের নিজেদের ঘরোয়া এই আয়োজনে ওয়ালটনের মতো প্রতিষ্ঠান পাশে থেকেছে এজন্য তাদেরকে ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে সকল জায়গায় ওয়ালটন বিস্তৃত। বিএসজেএর পক্ষ থেকে তাদের আরও সাফল্য কামনা করছি। স্পোর্টস কার্নিভালের সকল পদকজয়ীদের অভিনন্দন এবং অংশগ্রহণকারী সকলকে ক্রীড়াসুলভ মনোভাব দেখানোয় ধন্যবাদ।’