বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লাইসেন্স নিয়েই ওপেনিংয়ে বিজয়-মুনিম

  •    
  • ২ জুলাই, ২০২২ ২২:১২

‘তাদের লাইসেন্স দিয়েই দলে নেয়া হয়েছে। তারা যেন তাদের স্বাভাবিক খেলাটা খেলে এবং প্রথম ৬ ওভার ব্যবহার করে। সে ক্ষেত্রে তারা ব্যর্থ হলেও সমস্যা নাই। আমরা চাই তারা যেন ওই ইন্টেন্ট নিয়ে খেলে।’

টি-টোয়েন্টিতে ওপেনিং জুটি নিয়ে বেশ লম্বা সময় ধরেই পরীক্ষা চালাচ্ছে টিম ম্যানেজমেন্ট। শর্টার ফরম্যাটে নিজেদের সবশেষ পাঁচ ম্যাচে তিন ওপেনিং জুটির দেখা মিলেছে।

সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সিরিজের প্রথম টেস্টে আরও একটি নতুন জুটির সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

ক্যারিবীয়দের বিপক্ষে ডমিনিকায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে অভিষেক ঘটতে যাচ্ছে ৭ বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডাক পাওয়া এনামুল হক বিজয়ের। উইকেটের অপরপ্রান্তে তার সঙ্গী হিসেবে থাকবেন মুনিম শাহরিয়ার।

নতুন এই জুটি নিয়ে বেশ আত্মবিশ্বাসী জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। পাওয়ার প্লের সর্বোচ্চ ব্যবহারের লাইসেন্স দিয়ে উদ্বোধনী জুটিতে এই দুজনকে পাঠানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার রাজশাহীতে এইচপি ও বাংলাদেশ টাইগার্সের মধ্যকার তৃতীয় দিনের খেলা দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান জাতীয় দলের এই নির্বাচক।

বাশার বলেন, ‘নতুন ওপেনিং জুটি (বিজয়-মুনিম)। তবে দুজনেই এক্সাইটিং ক্রিকেট খেলে থাকে। টি-টোয়েন্টি ফরম্যাটটা এবার আমরা ভিন্নভাবে খেলতে চাচ্ছি এবার। টিম ম্যানেজমেন্টের চাওয়া। গত কিছুদিন আমরা পাওয়ার প্লেটা ভালোভাবে কাজে লাগাতে পারিনি। আশা করছি, নতুন এই দুজন ওপেনার পাওয়ার প্লে টা কাজে লাগাতে পারবে।’

‘সে চিন্তা থেকেই তাদের নেয়া হয়েছে। অবশ্যই তাদের ওপর কোনো চাপ দেয়া হচ্ছে না। আমরা চাই তারা স্বাভাবিক খেলাটা যেন খেলে। পাওয়ার প্লেতে আমরা যে ব্যাটিংটা দেখতে চাই আরকি। সেটা করতে গিয়ে তারা ব্যর্থ হলেও আমরা কিছু মনে করব না।’

এদিকে পাওয়ার প্লে কাজে লাগাতে না পারলেও এই দুই ওপেনারের প্রতি অভিযোগ রাখবে না বোর্ড। সেই বিষয়েও নিশ্চয়তা দেন বাশার।

তিনি বলেন, ‘তাদের লাইসেন্স দিয়েই দলে নেয়া হয়েছে। তারা যেন তাদের স্বাভাবিক খেলাটা খেলে এবং প্রথম ৬ ওভার ব্যবহার করে। সে ক্ষেত্রে তারা ব্যর্থ হলেও সমস্যা নাই। আমরা চাই তারা যেন ওই ইন্টেন্ট নিয়ে খেলে।’

এর আগে শেষ পাঁচ টি-টোয়েন্টিতে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে দেখা গিয়েছিল মুনিম শাহরিয়ার ও নাইম শেখ (আফগানিস্তান সিরিজ), পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে নাইম শেখ ও সাইফ হাসান ও শেষ ম্যাচে নাইম শেখের আর নাজমুল হোসেন শান্তকে।

এ বিভাগের আরো খবর