বার্সেলোনার সাবেক হেড কোচ আর্নেস্তো ভালভের্দে আবারও দায়িত্ব নিয়েছেন লা লিগা ক্লাব অ্যাথলেতিক বিলবাওয়ের। ৫৮ বছর বয়সী ভালভের্দে আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার চতুর্থ বারের মতো স্প্যানিশ ক্লাব বিলবাওতে কোচ হিসেবে চুক্তি সাক্ষর করেন।
এর আগেও অ্যাথলেতিক বিলবাওয়ে হেড কোচের দায়িত্ব পালন করেছেন দুই বার। তবে ২০০১-০২ মৌসুমে সহকারি ম্যানেজারের দারিত্ব নেন প্রথমবার। ক্লাবটি তার অধীনে রেকর্ড ৩০৬টি ম্যাচ খেলেছে।
২০১৫ সালে স্প্যানিশ সুপার কাপে এফসি বার্সেলোনার বিপক্ষে ৫-১ ব্যবধানে জয় নিয়ে দলকে ৩১ বছরের শিরোপা খরা ভাঙেন ভালভের্দে।
পরে তিনি মেসিদের সাবেক ক্লাব বার্সেলোনায় ২০১৭-২০২০ সাল পর্যন্ত কোচের দারুত্ব পালন করেন।সে সময় কাতালানদের হয়ে লা লিগা শিরোপা, ১ টি কোপা দেল রে স্প্যানিশ সুপার কাপ জিতেন। ২০২০ সালের জানুয়ারিতে বার্সেলোনা থেকে বরখাস্ত হওয়ার পর কোথাও কোচিং করাননি।