বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘মেসি বার্গার’ উপভোগ করলেন মেসি

  •    
  • ৩০ জুন, ২০২২ ১৫:১২

আমেরিকার রেস্তোরাঁ ও ক্যাফে চেইন হার্ড রক ক্যাফে তাদের মেন্যুতে মেসির সম্মানে বিশেষ এ বার্গারটি যোগ করে মার্চ মাসে। তার পর থেকেই ফাস্টফুডপ্রেমী ও মেসিভক্তদের কাছে প্রিয় হয়ে উঠেছে বিশেষ এ বার্গারটি।

ব্যস্ত মৌসুম শেষে ছুটির অবসরে রয়েছেন লিওনেল মেসি। পিএসজি সতীর্থ ও কাছের বন্ধু লিয়ান্দ্রো পারদেসের জন্মদিন উদযাপন করতে স্পেনের দ্বীপ ইবিৎসায় আছেন আর্জেন্টাইন অধিনায়ক।

সেখানে ঘুরতে ঘুরতে মেসি পৌঁছে যান বিখ্যাত হার্ড রক ক্যাফেতে। আর সেখানে উপভোগ করেন তার নামে তৈরি ‘মেসি বার্গার’। মেসি বার্গারের সঙ্গে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এ সাতবারের ব্যালন ডরজয়ী।

হার্ড রক ক্যাফে বিশেষ শুভেচ্ছা দূত হিসেবে মেসির সঙ্গে চুক্তি করে গত বছর জুনে। আর এ বছর তারা নিয়ে আসে বার্গারটি। আর এই প্রথম মেসি হার্ড রকে বসে তার নামের বার্গার খাওয়ার ছবি প্রকাশ করেছেন।

আমেরিকার রেস্তোরাঁ ও ক্যাফে চেইন হার্ড রক ক্যাফে তাদের মেন্যুতে মেসির সম্মানে বিশেষ এ বার্গারটি যোগ করে মার্চ মাসে। তার পর থেকেই ফাস্টফুডপ্রেমী ও মেসিভক্তদের কাছে প্রিয় হয়ে উঠেছে বিশেষ এ বার্গারটি।

ডাবল বিফ প্যাটির এ বার্গারে রয়েছে ইতালির প্রোভোলন চিজ, ডিম পোচ ও কোরিজো (শূকরের মাংসের সসেজ)। এর সঙ্গে হার্ড রক ক্যাফের বিশেষ দুটো সস।

রেস্তোরাঁয় আসার পর থেকেই বার্গারটিকে রিভিউ করেছেন অসংখ্য ফুড ব্লগার। হার্ড রক ক্যাফে মেন্যুর অন্যতম জনপ্রিয় আইটেম এটি।

মেসি বার্গার খেতে মেসিভক্তদের গুনতে হচ্ছে ১২ ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ২০০ টাকা।

এ বিভাগের আরো খবর