বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চার-ছক্কার সংখ্যা বাড়াতে চান সিডন্স

  •    
  • ৩০ জুন, ২০২২ ১৪:৪২

পাওয়ার হিটিংয়ের প্রতি এবার বেশি মনোযোগ দিচ্ছেন জাতীয় দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স।

টি-টোয়েন্টির মারকুটে ব্যাটিংয়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে দেরি হচ্ছে বাংলাদেশের। ফলে শর্টার ফরম্যাটের এই ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্সে আসছে না ধারাবাহিকতা। ঘরের মাঠের স্লো আর লো উইকেটে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারলেও দেশের বাইরে স্পোর্টিং উইকেটে ধুঁকতে হয় টাইগারদের।

দলে সবচেয়ে বেশি অভাব একজন পাওয়ার হিটারের। পাওয়ার প্লের ওভারগুলোতে বাংলাদেশের ব্যাটারদের পক্ষে মারকুটে ব্যাটিং করা সম্ভব হয়ে ওঠে। যে কারণে পাওয়ার হিটিংয়ের প্রতি এবার বেশি মনোযোগ দিচ্ছেন জাতীয় দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স।পাওয়ার হিটিংয়ে মনোযোগ দিয়ে প্রতি ম্যাচেই আরও বেশি বাউন্ডারি কিভাবে হাঁকানো যায় সে নিয়ে কাজ করছেন বলে জানান তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলনের সংবাদমাধ্যমকে এমনটাই বলেন অজি এই কোচ।

বৃহস্পতিবার ভোরে সিডন্স বলেন, ‘পাওয়ার হিটিং অবশ্যই টি-টোয়েন্টি ম্যাচ জেতায়। যত বেশি বাউন্ডারি, তত বেশি ম্যাচ জেতা যায়। আমাদের এখন পাওয়ার হিটিংয়ে মনোযোগ দিতে হবে। অনেক চার হাঁকাতে হবে। অনেকগুলো চার মারা, ছক্কা মারার মতোই।’

উইন্ডিজ কিংবা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মতো বিশালদেহী ক্রিকেটার নেই বাংলাদেশের। যে কারণে ছক্কা হাঁকানো খুব একটা সহজ কাজ হয় না টাইগারদের জন্য। তবে সিডন্সের মতে দ্রুত কিছু বাউন্ডারি বের করতে পারলে সেগুলো ছক্কা হাঁকানোর মতোই কাজ করবে।

তিনি যোগ করেন, ‘আমরা যদি অনেক চার মারতে পারি, অনেক সিঙ্গেল নিতে পারি... পাশাপাশি কিছু ছক্কা হাঁকালে আমরা বোর্ডে ভালো স্কোর দিতে পারবো। এরপর আমাদের বোলিং আক্রমণ বাকিটা সামলে নিতে পারবে। আমাদের বিশাল স্কোর করতে হবে না।’

শনিবার শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

এ বিভাগের আরো খবর