গত মৌসুমে অনেক ঢাকঢোল পিটিয়ে ক্রিস্টিয়ানো রোনালডোকে দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ ফুটবলের একসময়কার পরাশক্তি ক্লাবটির লক্ষ্য ছিল পর্তুগিজ সুপারস্টারকে নিয়ে লিগ শিরোপার জন্য চ্যালেঞ্জ করা ও চ্যাম্পিয়নস লিগে সাফল্য।
ম্যান ইউনাইটেডের হয়ে লিগে ১৮ গোল ও চ্যাম্পিয়নস লিগে ৬ গোল করলেও লাভ হয়নি। শিরোপা জয় তো দূরে থাক লিগে ষষ্ঠ স্থানে থেকে সামনের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ হারিয়েছে সাবেক ইংলিশ চ্যাম্পিয়নরা।
এমন পরিস্থিতিতে দলীয় সাফল্যের চেয়ে ব্যক্তিগত সাফল্যের দিকে ঝুঁকছেন রোনালডো। সামনের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলা ও লিগ শিরোপা দৌড়ে থাকা দলের হয়ে খেলতে চান তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার এরিক টেন হাখের পুনর্গঠন প্রজেক্টের ওপর ভরসা রাখতে পারছেন না ৫ বারের ব্যালন ডর জয়ী এ তারকা।
সামনের মৌসুমে নতুন দল খুঁজছেন তিনি। জার্মানির বায়ার্ন মিউনিখ, ইতালির এসি মিলানসহ শোনা যাচ্ছে এমএলএসের এলএ গ্যালাক্সির কথাও।
তবে বাদ সাধছে তার বেতন। বছরে ৩ কোটি ইউরো পাওয়া রোনালডো বিশ্বের অন্যতম শীর্ষ পারিশ্রমিকের ফুটবলার। ৩৭ বছর বয়সী ও শুধু বক্সে কার্যকর এ ফুটবলারের পেছনে এত অর্থ খরচ করতে চাইছে না ইউরোপের সেরা ক্লাবগুলো।
পরের মৌসুমে নিশ্চিত সাফল্যের জন্য বায়ার্ন মিউনিখ পছন্দ রোনালডোর। তবে ইংলিশ দৈনিক দ্য মিরর জানিয়েছে, তাকে নিতে চায় চেলসিও। আর ইতালির পত্রিকা গাজেত্তা দেল্লো স্পোর্ত এক প্রতিবেদনে দাবি করেছে, রোনালডোকে নিতে মুখিয়ে আছে ইতালির ক্লাব এএস রোমাও।
রোনালডো বেতন কমাতে রাজি হলে রোমার ম্যানেজার জোসে মরিনিও তাকে নিতে রাজি। দরজা খোলা রেখেছে রোনালডোর প্রথম পেশাদার ক্লাব স্পোর্টিং লিসবনও।
বেশি বেতন ও বেশি বয়স এ দুই বাধা টপকে নতুন ক্লাব খুঁজে নেয়ার সময় খুব একটা নেই রোনালডোর কাছে। ইংল্যান্ডে গ্রীষ্মকালীন দলবদলের সময় শেষ হচ্ছে ১ জুলাই।